জেলগেটে আটক আ.লীগ নেতা চন্দন ফের কারাগারে
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুর জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বুধবার দুপুরে আদালতের মাধ্যমে ফের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে মঙ্গলবার সন্ধ্যায় জেলগেট থেকে আটক করে সদর থানা ও ডিবি পুলিশ। এরপর তাকে শেরপুর সদর থানায় রাখা হয়।
শেরপুর কোর্ট পরিদর্শক জিয়াউর রহমান জানান, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে চন্দন কুমার পালকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ। রাষ্ট্র ও আসামিপক্ষে শোনানি শেষে বিশেষ ক্ষমতা আইনের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার রিমান্ড শোনানির দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া। এরপর তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের একাধিক মামলায় গ্রেফতার দেখায় থানা পুলিশ। এরপর কয়েক ধাপে তাকে আরও কয়েক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
ওই সব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির আদেশ হয়। সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকালে আদালত থেকে জেলা কারাগারে জামিনে মুক্তির আদেশ পৌঁছলে তিনি মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ামাত্র থানা পুলিশ ও ডিবি পুলিশের হাতে আটক হন।