রংপুরে শিক্ষার্থীদের ‘লং মার্চ টু নেসকো’, অবরোধ
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

সাত দফা দাবি আদায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা ‘লং মার্চ টু নেসকো’ কর্মসূচি পালন করেছেন। এ সময় আন্দোলনকারীরা নগরীর প্রবেশ পথ রংপুর-ঢাকা সড়কের ট্রাকস্ট্যান্ডের সামনে অবরোধ ও সমাবেশ করেন।
মঙ্গলবার দুপুরে এ কর্মসূচিতে অংশ নেন রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ১০টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে কর্মসূচি পালন করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে খামার মোড় নেসকো অফিসের আঞ্চলিক কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা।
মিছিলটি পুরাতন ট্রাকস্ট্যান্ডে যৌথবাহিনীর বাধার মুখে পড়ে। পরে সেখানেই সড়কে বসে তারা সড়ক অবরোধ করে সমাবেশ কর্মসূচি পালন করেন।
এ কর্মসূচি পালন উপলক্ষ্যে রংপুরের বিভাগীয় শহরে সকাল থেকে আসে রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় ১০ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন সংগঠনটির কর্মসূচিতে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভকারীরা আন্দোলনে অংশ নেন।
পুরাতন ট্রাকস্ট্যান্ডের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য সাইফুল ইসলাম ও মোস্তাফিজার রহমানসহ নেতারা।
শিক্ষার্থীদের দাবি, রংপুর নেসকো অফিসে রোকোনুজ্জামান নামের এক উপসহকারী মব সৃষ্টি করে দায় চাপিয়েছে ডিপ্লোমাদের প্রকৌশলীদের ওপর। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে বিদ্যুৎ খাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার, ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করাসহ সাত দফা দ্রুত বাস্তবায়নের দাবি তুলে কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয় ওই সমাবেশ থেকে।
পরবর্তী কর্মসূচি ঘোষণায় প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার রংপুরের লংমার্চ নেসকো কর্মসূচিতে সড়কে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি-সমাবেশ পালন করে রংপুর প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি দিয়েছি।
সেখানে আমাদের দাবি আদায়ে সাত দিনের আলটিমেটাম বেঁধে দেওয়া আছে। একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারী রংপুর অফিসের উপসহকারী প্রকৌশলী রোকোনুজ্জামানকে গ্রেফতার ও তাদের ভাড়া করা গুন্ডাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরবর্তীতে লংমার্চ টু নেসকো প্রধান কার্যালয় রাজশাহী কর্মসূচি পালন করা হবে।
এ সময় বুয়েট শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা আন্দোলন থেকে সরে আসার দাবিও জানান আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
পরে জনদুর্ভোগ এড়াতে সড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কর্মসূচি শেষ করে আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।