প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ও বোয়ালী ইউনিয়নে পৃথক ঘটনায় বুধবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো মিরাজ ও লালমিয়া।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সালাম মিয়ার ৪ বছরের শিশু লাল মিয়া বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে গিয়ে উঠান থেকে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। আশপাশের লোকজন পানিতে ভাসতে দেখে পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
অন্যদিকে গিদারী ইউনিয়নের রেজিয়া বাজার এলাকার বাসিন্দা তারা মিয়ার ৩ বছরের সন্তান মিরাজ সকালে পাশের বাড়ির অন্য শিশুর সঙ্গে খেলা করছিল। কখন যে মিরাজ পাশের পুকুরের পানিতে পড়ে যায় তা কেউ বলতে পারে না। শিশুটির মা ও স্বজনরা খোঁজ করতে গিয়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন