প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভেকু মালিক মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের জেল দেওয়া হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ার চর গ্রামের পশ্চিম পাশে ব্রহ্মপুত্র নদের বামতীর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার।
অভিযুক্ত মিজানুর রহমান রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের বদরুজ্জামানের ছেলে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, দীর্ঘদিন থেকে একটি চক্র অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে ট্রাক্টর দিয়ে ব্যবসা করে আসছে। ভেকু মালিকদের বারবার সতর্ক করে দেওয়া হলেও তারা বাধা মানত না। বুধবার এলাকায় অভিযান চালিয়ে এর সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেকুর মালিক মিজানুর রহমানকে এক বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের জেল দেওয়া হয়েছে। যেখানে ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটবে, সেখানেই প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।