Advertisement

সাহসী সাংবাদিক গড়ার একজন কারিগর নুরুল ইসলাম

যুগান্তর

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

24obnd

দিনাজপুরের ফুলবাড়ীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ইমাম রেজার আয়োজনে সোমবার (২১ জুলাই) বিকাল ৫টায় ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবে আলোচনা সভা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এশিয়ান টেলিভিশনের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি লিমন হায়দারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুগান্তর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ইমাম রেজা। আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণ করা হয়।

এতে বক্তব্য রাখেন- প্রবীণ ও সিনিয়র সাংবাদিক কৈলাস প্রসাদ গুপ্ত, এশিয়ান টেলিভিশনের ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকার, যমুনা ইলেকট্রনিক্স ফুলবাড়ী শাখার ম্যানেজার রবিউল ইসলাম।

অনুষ্ঠানে যুগান্তর ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ইমাম রেজা বলেন, স্বাধীন সাংবাদিকতার অনন্য উদাহরণ ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ও সাহসী সাংবাদিক গড়ার একজন কারিগর ছিলেন।

শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ীর বিশিষ্ট মাওলানা আবরারুল হক আল মাদানী।

এর আগে ফুলবাড়ী হযরত ফাতেমা বালিকা কওমি মাদ্রাসায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

Lading . . .