Advertisement

কুড়িগ্রামের সব নদীর পানি বাড়ছে, প্লাবিত নিম্নাঞ্চল

কালবেলা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ধরলা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীসার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : কালবেলা
ধরলা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীসার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি : কালবেলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতও উজানের ঢলে ধরলা, বারোমাসিয়া, নীল কমলসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল। তলিয়ে গেছে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত।

বুধবার (১৭ সে‌প্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ধরলা সেতু পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেলে তলিয়ে থাকা আমনসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ‌্যে জানা গেছে, উজানের ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ধরলা নদী নিকটবর্তী উপজেলার সোনাইকাজী গ্রামের আশরাফুল হক, আব্দুল হক জানান, গত সোমবার সকাল থেকে ধরলার পানি হঠাৎ করে বাড়তে শুরু করে। এভাবে বাড়তে থাকলে বন্যা হতে পারে।

এ বিষয়ে কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান কালবেলাকে বলেন, আগামী দুদিন ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। ফলে জেলার নদনদীগু‌লোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Lading . . .