Advertisement

বিয়ের ১০ বছর পর একই সঙ্গে তিন সন্তানের জন্ম

যুগান্তর

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

24obnd

সাদুল্লাপুরে দামোদরপুর জামুডাঙ্গা (সরকারপাড়া) গ্রামের তপন চন্দ্র সরকারের স্ত্রী পলিরানী সরকার একই সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। ১০ বছর আগে বিয়ের পর থেকে সন্তান না হওয়ায় বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয় এই দম্পতি। পরে ২৮ জুন রংপুর নবজাতক, শিশু ও প্রসূতিসেবা হাসপাতালে একই সঙ্গে তিন শিশুর জন্ম দেন ওই গৃহবধূ। বিয়ের ১০ বছর পর একই সঙ্গে তিন শিশু জন্মের খবর পেয়ে একনজর দেখতে উৎসুক নারী-পুরুষের ঢল নামছে ওই বাড়িতে। আর প্রতিদিন তাদের মিষ্টিমুখ করাচ্ছে পরিবারটি।

তপন চন্দ্র সরকার বলেন, সৃষ্টিকর্তার কাছে অনেক প্রার্থনা করে একই সঙ্গে তিন সন্তান পেয়ে অনেক খুশি আমরা। তবে ইতোমধ্যে চিকিৎসাসেবায় প্রায় ৭ লাখের বেশি টাকা খরচ হয়েছে। এখন প্রায় নিঃস্ব। সরকারি-বেসরকারিভাবে সহযোগিতা পেলে উপকৃত হতাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় বলেন, খোঁজ নিয়ে মা ও শিশুদের সহযোগিতার চেষ্টা করা হবে।

Lading . . .