শেখ হাসিনার বিচার চাইলেন প্রকৃতিপ্রেমি অধ্যাপক হাসান
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫
-Hasan-Photo-23-07-25-6880db66a0038.jpg)
রংপুরের পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও বঙ্গবন্ধুর মূল্যায়ন চাইলেন পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ও প্রকৃতিপ্রেমিক রফিকুল হাসান।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার বিচার হোক ও অপরপাশে বঙ্গবন্ধুর মূল্যায়ন হোক সম্বলিত একটি কাগজ নিয়ে এ বিচার প্রার্থনা করেন।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনা প্রায় দীর্ঘ ১৬ বছর অন্যায়, অপকর্ম, দু:শাসন, গণতন্ত্র হত্যা, মানুষের ওপর অন্যায়-অত্যাচার, নিপীড়ন, গণহত্যা চালিয়েছেন। এসব অপরাধের প্রতিবাদে আজ আমি এখানে দাঁড়িয়েছি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। তিনি যে অন্যায়, অপকর্ম করে গেছেন- সেই অন্যায়, অপকর্মের আমরা উপযুক্ত শাস্তি চাই। আমরা তার ফাঁসি চাই।
প্রফেসর হাসান এর আগে পলিথিন ব্যবহার রোধকল্পে বাসযোগ্য পৃথিবী গড়তে, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়তে সবসময় অভিন্ন কৌশল অবলম্বন করেছেন। তিনি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে পলিথিনের ব্যবহার না করার জন্য বিভিন্ন প্রচারণা চালান। এ সময় তিনি গলায় পটেটো ক্রেকার্স ও সিগারেটের খালি প্যাকেট ঝুলিয়ে বাইসাইকেল চালিয়ে বিভিন্ন সড়ক ও স্কুল-কলেজে যান এবং তাদের এসব ব্যবহার না করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। রাস্তার ধারে পড়ে থাকা ছেঁড়া পলিথিনের ব্যাগ, পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিক বোতল, সিগারেটের প্যাকেট ও বিভিন্ন আবর্জনা নিজ হাতে পরিষ্কার করে সেগুলোকে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ায় আলোচনায় আসেন।
দেশে বিদেশি টিভি চ্যানেল ও অপসংস্কৃতি প্রচার বন্ধে প্রচারণা চালান। তিনি ‘মানবতার সেবায় আমরা’ (মাসেআ) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠন থেকে তিনি নিজ অর্থায়নে শিশুদের অবৈতনিক শিক্ষা কার্যক্রম শুরু করেন। এমনকি বৃক্ষ ও পাখি নিধনসহ বিভিন্ন পরিবেশ ও সামাজিক কাজ করে থাকেন।
প্রফেসর হাসান বলেন, পীরগাছা উপজেলাকে একটি পরিচ্ছন্ন উপজেলা হিসেবে আমরা গড়ে তুলব। শুধু ঝকঝকে, চকচকে, চোখ ধাঁধানো বিল্ডিং গড়া যথেষ্ট নয়। একদিকে চোখ ধাঁধানো বিল্ডিং অপরদিকে নোংরা পরিবেশ এটি কখনো উন্নয়নের পরিচয় বহন করে না। আবহাওয়া জলবায়ু পরিবর্তন নির্বিচারে বৃক্ষনিধন এবং ধূমপানের যথেচ্ছাচার কারণে প্রিয় মাতৃভূমি আজ হুমকির মুখে।
প্রফেসর হাসানের এসব সামাজিক কর্মকাণ্ড জানতে পেরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ হানিফ সংকেত তাকে সরাসরি ইত্যাদির মাধ্যমে দেশবাসীর কাছে প্রকৃতিপ্রেমিক হিসেবে পরিচয় করে দেন।