প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫
-687d0f09518cb.jpg)
রংপুরের জি এল রায় সড়ক সংস্কারের দাবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন নগরীর সাতমাথা-মাহিগঞ্জের স্থানীয়রা।
রোববার দুপুরে নগরীর সাতমাথা রেলগেটে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এর আগে ৩ জুলাই দৈনিক যুগান্তরের ১২নং পাতায় ‘খানাখন্দে ভরা নগরীর ৩শ কিলোমিটার সড়ক’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয় । তারপরও সংস্কার না হওয়ায় রোববার এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীরা জানান, রংপুরের প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত জি এল রায় (গোপাল লাল রায়) প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কারের দাবি অনেকদিন ধরে জানিয়ে আসছেন তারা। কিন্তু সিটি করপোরেশন এ নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি । ব্যস্ততম এ সড়ক সিটি করপোরেশনের তালিকাভুক্ত। এ পথে রংপুরের সঙ্গে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলাসহ জেলার পীরগাছা, কাউনিয়া ও বিড়ি শিল্পসমৃদ্ধ এলাকা হারাগাছ এলাকার যাতায়াত। প্রতিদিন প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করে এ সড়কে। তারপরও সড়ক সংস্কার করা হচ্ছে না।
কর্মসূচিতে বক্তব্য দেন- সাতমাথার বাসিদা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম প্রমুখ। জানাজা পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলাম।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, প্রায় এক বছর ধরে সড়কে খানাখন্দে ভরা থাকলেও সিটি করপোরেশন সড়ক সংস্কার করছে না। ফলে সামান্য বৃষ্টিতে সড়কটি কাঁদায় পরিপূর্ণ হয়ে যায়। গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতিমা বলেন, একটি প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আর জরুরিভিত্তিতে সড়কের ভাঙা অংশগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।