Advertisement

এস আলম গ্রুপ বাংলাদেশকে গিলে খেয়েছে: জোনায়েদ সাকি

যুগান্তর

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

24obnd

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে। পতিত আওয়ামী সরকারের মদদে এস আলম গ্রুপ বাংলাদেশকে গিলে খেয়েছে।

রোববার দিনাজপুরের বোচাগঞ্জে ছাত্র-কৃষক-শ্রমিক-রাজনীতিবিদসহ সর্বস্তরের জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সদ্ধিান্ত অনুযায়ী বোচাগঞ্জের সেতাবগঞ্জ চিনিকল ও রংপুরের শ্যামপুর চিনিকল চালুর জন্য বরাদ্দকৃত অর্থ অবিলম্বে ছাড় ও দ্রুত সংস্কার এবং পরবর্তী ধাপে বন্ধ চারটি চিনিকলের দ্রুত সংস্কার কাজ চালুর দাবিতে সমাবেশের আয়োজন করে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ।

সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়ন ক্লাবে আয়োজিত সমাবেশে সাকি আরও বলেন, চিনিকলটি যাদের হাতে দেওয়ার কথা ছিল, তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করছে। আওয়ামী সরকারের মদদে এস আলম গ্রুপ দেশকে গিলে খেয়েছে।

সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজার (বাপন) সভাপতিত্বে ও সদস্য সচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাদিক রিয়াজ চেৌধুরী পিনাক, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, কৃষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন

Lading . . .