আশুরার গুরুত্ব নিয়ে যা বললেন মাওলানা তারিক জামিল
প্রকাশ: ৪ জুলাই, ২০২৫

মুহাররম মাস ও এই মাসের ১০ তারিখ (আশুরা) প্রাচীনকাল থেকেই গুরুত্ব ও তাৎপর্য বহন করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় দায়ী আলেম মাওলানা তারিক জামিল। তিনি বলেন, শুধু আজ থেকে নয় বরং অনেক আগে থেকে ১০ মুহাররম গুরুত্বপূর্ণ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেছেন।
মাওলানা তারিক জামিল বলেছেন, ১০ মুহাররম আল্লাহ তায়ালা হজরত আদম ও হাওয়া আ.-এর তওবা কবুল করেছিলেন। এই দিনেই প্লাবন শেষে নুহ আ.-এর নৌকা জুদি নামক পাহাড়ে থেমেছিল এবং তিনি ঈমানদার ব্যক্তিদের নিয়ে পৃথিবীতে অবতরণ করেছিলেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, হজরত ইবরাহিম আ.-কে নমরুদ আগুনে নিক্ষেপ করার পর ১০ মুহাররম তিনি সেই আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। মুহাররমের ১০ তারিখেই মুসা (আ.) বনী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার হয়েছিলেন এবং ফেরাউন সমুদ্রে ডুবে মরেছিল।
১০ মুহাররম সম্পর্কে জনপ্রিয় এই আলেম বলেছেন, মাছের পেটে যাওয়ার পর আল্লাহর নবী ইউনুস (আ.) ১০ মুহাররম সেখান থেকে বের হয়েছিলেন এবং ১০ মুহাররমে মহানবী (সা.)-এর নাতির ওপর যেই জুলুম হয়েছে তা অন্য কারো ওপর হয়নি।
প্রসঙ্গত, আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। আরবি ‘আশারা’ শব্দ থেকে আশুরা শব্দটি এসেছে। আশারা অর্থ দশ, আর আশুরা মানে দশম। ইসলামী পরিভাষায় আরবি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে আশুরা বলে। এছাড়াও এ মাসের ১০ তারিখে ১০টি বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে, সে কারণেও মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়।