Advertisement
  • হোম
  • ধর্ম
  • জাবালে রহমতে ওমরাযাত্রীদের জন্য নতুন সেবা

জাবালে রহমতে ওমরাযাত্রীদের জন্য নতুন সেবা

ঢাকা পোস্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

চলতি ওমরা মৌসুমে আরাফাতের ময়দান ভ্রমণকারীদের নানাবিধ ধর্মীয় নির্দেশনা প্রদানের জন্য ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশেষ এক কর্মসূচি চালু করেছে।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ওমরাযাত্রীদের সুবিধার্থে এবং ধর্মীয় বিষয়ে তাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রণালয় একাধিক ভাষায় বিশেষজ্ঞদের সেবা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে আগতরা সেবা নিচ্ছেন।

এ লক্ষে আরাফাতের ময়দানে জাবালে রহমতের কাছে বেশ কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন ভাষায় প্রস্তুত তথ্য ও পুস্তিকা পরিদর্শনকারীদের মাঝে বিতরণ করা হয়, কেউ কোনো পরামর্শ কিংবা ধর্মীয় বিষয়ে সমাধান জানতে চাইলে নির্দেশনা প্রদান করা হয়। বুথে বিভিন্ন ভাষায় বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া হয়েছে, যারা সরাসরি আগতদের নির্দেশনা দেওয়ার জন্য কাজ করেন। বিভিন্ন দেশ থেকে আগতরা নিজ নিজ ভাষায় সঠিক এবং প্রয়োজনীয় তথ্য-পরামর্শ পেয়ে উপকৃত হন।

উল্লেখ্য যে, উমরা মৌসুমে সারাবিশ্ব থেকে আগত উমরাযাত্রীরা পবিত্র স্থানগুলো (মিন্না, মুজদালিফা এবং আরাফাতের ময়দান) পরিদর্শন করেন। বিশেষ করে জাবালে রহমত পরিদর্শনে যেয়ে নফল নামাজ ও দোয়া করেন। অনেকে স্মারক ছবিও তোলেন।

তাই স্থানীয় প্রশাসন জাবালে রহমতে মানুষের চলাচলে শৃঙ্খলা রাখার জন্য বিশেষ ব্যবস্থা করেছে। এখানে যাতায়াতের রাস্তাগুলো একমুখী করা হয়েছে, যাতে পাহাড়ে যাওয়া এবং আসাদের মাঝে কোনো ধরনের বাধা না আসে।

Lading . . .