প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫

সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে আজ (শুক্রবার, ২২ আগস্ট) জুমার নামাজের ইমামতি করবেন মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম শায়খ সালেহ বিন হুমাইদ। একই দিনে মদিনায় অবস্থিত মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন খ্যাতনামা ক্বারি শায়খ আহমাদ হুদাইফি। মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন এ তথ্য জানিয়েছে।
মসজিদুল হারামের আজকের জুমার ইমাম শায়খ হুমাইদ একাধারে একজন প্রখ্যাত আলেম, বিচারক ও শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত। তার খুতবা প্রতি বছর লাখ লাখ হাজি ও কোটি কোটি মুসলমান অনলাইনে সরাসরি শ্রবণ করে থাকেন। অন্যদিকে, মসজিদে নববির আজকের জুমার ইমাম শায়খ আহমাদ হুদাইফি সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিতি।
মসজিদুল হারাম ও মসজিদে নববি মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত ও পবিত্র স্থান। এই দুই মসজিদে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মসজিদে হারামে এক নামাজ এক লাখ নামাজের সমান, আমার মসজিদে (মসজিদে নববি) এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ ৫০০ নামাজের সমান।’ (মাজমাউয যাওয়াইদ : ৪/১১)
আরেক হাদিসে ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার এ মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ আদায় করার চেয়েও উত্তম। (বোখারি : ১১৯০, মুসলিম : ১৩৯৪)
আরও পড়ুন