যুগান্তর
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

প্রশ্ন: পুরুষের জন্য হাতা কাটা জামা বা হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়ার কি হুকুম?
উত্তর: নামাজের জন্য শরীয়তে পুরুষের ন্যূনতম আবরন হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ ঢাকা থাকা। তাই শুধু হাফ হাতা জামা বা হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়েও নামাজ আদায় করলে নামাজ সহিহ হয়ে যাবে।
তবে নামাজের আদব হলো ভদ্র, পরিচ্ছন্ন ও পূর্ণাঙ্গ পোশাক পরে নামাজ পড়া। এ কারণে জামার হাতা কনুই পর্যন্ত গুটিয়ে রাখা বা কনুই খোলা রেখে নামাজ পড়াকে ফকিহগণ মাকরূহ বলেছেন। কেননা এতে নামাজের ভদ্রতা নষ্ট হয়।
কিন্তু যদি কারো কাছে পূর্ণ হাতা জামা না থাকে, তখন হাতা কাটা জামা বা হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে কোন সমস্যা নেই
সূত্র: ফাতাওয়া হিন্দিয়া (১/১০৬), হাশিয়া তাহতাবি (৩৪৯), রদ্দুল মুহতার (২/৪০৬)
লেখক: উস্তাযুল হাদিস, জামিয়া মিফতাহুল উলূম, নেত্রকোনা