তরুণদের মাঝে মহানবীর (সা.) সুন্নাহ জাগাতে বাহরাইন সরকারের বিশেষ উদ্যোগ
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

তরুণদের মাঝে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে বাহরাইন সরকার। দেশটির জেনারেশন কেয়ার সেন্টারগুলোতে ছয় মাসব্যাপী প্রকল্পের মাধ্যমে তরুণদের নবীজি (সা.)-এর শিক্ষা, জীবনাচরণ ও উত্তম আচরণ শেখানো হবে।
বাহরাইন সরকারের বিচার, ইসলাম ও ওয়াক্ফবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সেন্টারগুলো মূলত সেবা ও উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার তারা তরুণদের জন্য হাতে নিয়েছে নবীজি (সা.)-এর আদর্শভিত্তিক শিক্ষা কার্যক্রম।
বাহরাইনের ধর্মবিষয়ক অধিদপ্তরের পরিচালক ড. আলী আমিন আল রইস বলেন, এ উদ্যোগটি সুপরিকল্পিত ও সুসংহত। এর মাধ্যমে তরুণরা শুধু মহানবী (সা.)-এর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হবে না, বরং ভারসাম্যপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে গিয়ে সমাজে সক্রিয় মুসলিম ব্যক্তিত্বে পরিণত হবে।
‘তিবয়ান প্রকল্প’ নামে এই কর্মসূচিতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের উপযোগী করে মহানবী (সা.)-এর ৫০টি হাদিস অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নবীজি (সা.)-এর শিক্ষা ও আচরণ দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে।
ছয় মাসব্যাপী এই প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করবে বাহরাইন সরকারের মন্ত্রণালয়।
ড. আল রইস আরও বলেন, তরুণদের ভেতরে মহানবী (সা.)-এর শিক্ষা ও মূল্যবোধ জাগিয়ে তোলা এবং সময়োপযোগী ভাষায় তা উপস্থাপন করা আসলে ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ। এর মাধ্যমে গড়ে উঠবে আত্মপরিচয়ে দৃঢ়, ভারসাম্যপূর্ণ আচরণসম্পন্ন ও সমাজ গড়ার মতো যোগ্য প্রজন্ম।
সূত্র : দ্য ডেইলি ট্রিবিউন (নিউজ অব বাহরাইন)
আরও পড়ুন