শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা
নয়াদিগন্ত
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অঘোষিত ফাইনালে রূপ নিয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠেই নামতে পারেনি দুই দল।
গতরাতে নটিংহ্যামে টস ছাড়াই দুই দলের মধ্যকার শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পরিত্যক্ত হওয়ায় ১-১ সমতায় শেষ হলো সিরিজ।
কার্ডিফে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি আইনে ১৪ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ম্যানচেস্টারে ওপেনার ফিল সল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় স্বাগতিক ইংল্যান্ড।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন