Advertisement

চার বছর পর শীর্ষ দশে মোস্তাফিজ

মানবজমিন

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

শ্রীলঙ্কা সফর থেকেই বল হাতে ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজেও সেটা ধরে রেখেছেন তিনি। তার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে, চার বছর পর বোলিংয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন এই বাঁহাতি পেসার। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ এগিয়ে মোস্তাফিজ এখন যৌথভাবে নবম, যেখানে আছেন ভারতের পেসার অর্শদীপ সিংও। দুজনের রেটিং পয়েন্ট সমান ৬৫৩। ২০২১ সালের অক্টোবরের পর টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ। ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন তানজীদ হাসান তামিম ও জাকের আলী। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়ে ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। পরের ম্যাচে ১৫ রান খরচায় তার শিকার ১ উইকেট। দুটি ম্যাচই জিতে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
একই সিরিজে প্রথম ম্যাচে ৩৭ রানে ১ উইকেট নেন শেখ মেহেদী হাসান। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে নেন ২ উইকেট। এর আগে শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে ১১ রানে নেন ৪ উইকেট। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ উন্নতি করে ১৬তম স্থানে উঠে এসেছেন এই অফ স্পিনার। তানজিম হাসান সাকিবের উন্নতি হয়েছে ৯ ধাপ। ৩৮তম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ রানে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ২৩ রানে ২ উইকেট নেওয়া এই পেসার। আরেক পেসার শরীফুল ইসলামের এগিয়েছেন ১৪ ধাপ। দ্বিতীয় ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নেওয়া এই বাঁহাতি পেসার উঠে এসেছেন ৪৩তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। প্রথম ম্যাচে অপরাজিত ৫৬ ও দ্বিতীয় ম্যাচে ১৩ রান করা এই বাঁহাতি ওপেনার ২২ ধাপ উন্নতি করে ৬৩তম স্থানে উঠে এসেছেন। তানজীদ হাসান তামিম পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা না পেলেও এগিয়েছেন র‌্যাঙ্কিংয়ে। গত ১৬ই জুলাই শ্রীলঙ্কায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অপরাজিত ৭৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা এই ওপেনার ১৮ ধাপ উন্নতি করে ৩৭তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের ম্যাচসেরা ইনিংস খেলা জাকের আলী এগিয়েছেন ১৭ ধাপ। ৫৬তম স্থানে উঠে এসেছেন তিনি। প্রথম ম্যাচে ৩৬ রান করা তাওহীদ হৃদয় এগিয়েছেন দুই ধাপ (৪০তম)। টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। শীর্ষ অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, দুইয়ে ভারতের অভিষেক শর্মা ও তিনে ভারতেরই তিলক বর্মা। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে উঠে এসেছেন শেখ মেহেদী। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শেখ মেহেদী। ৩ ধাপ অবনমন হয়ে ৪১তম স্থানে নেমে গেছেন আরেক স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এক ধাপ নেমে ৫৪তম স্থানে নেমেছেন রিশাদ হোসেন। শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন

Lading . . .