Advertisement

বৃষ্টির পর ফের খেলা শুরু

নয়াদিগন্ত

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

আজ দারুণ খেলছেন লিটন দাস |ক্রিকইনফো থেকে নেয়া ছবি
আজ দারুণ খেলছেন লিটন দাস |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে। তবে, দ্বিতীয়বার মাঠে নেমে শুরুতেই ফিরে গেছেন তাওহীদ হৃদয়। বর্তমানে লিটনের সঙ্গী শামিম হোসাইন।

এর আগে, ৪.১ ওভারেই ৬০ রান তুলতেই সিলেটে বৃষ্টি হয়। বাংলাদেশের বর্তমান স্কোর ২ উইকেটে ৭৭ রান। ওভার ৮.৫।

লিটন দাস ২৯ বলে ৫২ রানে অপরাজিত আছেন। আর শামিম ৩ বলে ৪ রানে অপরাজিত।

এর আগে, ৫ পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। নিয়মিত দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিমকে রাখা হয়নি একাদশে। ওপেনিং করেন সাইফ হাসান ও লিটন দাস।

দারুণ শুরু করেন দুজনে। ৩ ওভারেই যোগ করেন ৩৯ রান। তবে নতুন ওভারের প্রথম বলে বলের লাইনে ব্যাট রাখতে না পেরে বোল্ড হয়ে ফেরেন সাইফ। ৮ বলে ১২ রান করেন তিনি।

তবে লিটন ছিলেন আগ্রাসী, তৃতীয় ওভার থেকে ২২ রান নেয়ার পর চতুর্থ ওভারেও হাঁকিয়েছেন ছক্কা। তবে এরপর আলোকস্বল্পতার কারণে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।

এরপর খেলা ফিরলেও তার স্থায়ী মাত্র ৩ বল। এরপর বৃষ্টি শুরু হলে ফের বন্ধ হয় খেলা, ৪.১ ওভারে ৬০ রান নিয়ে মাঠে ছাড়েন লিটন-হৃদয়।

আরও পড়ুন

Lading . . .