প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

সেই ২০২০ সালের ঘটনা। ইনাকি উইলিয়ামসকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করার দায়ে অভিযুক্ত হন এস্পানিওলের এক সমর্থক। দীর্ঘ পাঁচ বছর পর তাকে এক বছরের কারাদণ্ড দিল বার্সেলোনার একটি আদালত।
২০২০ সালে এস্পানিওলের মাঠে ঘটেছিল ওই ঘটনা। প্রসিকিউটরা বলেন, আথলেতিক বিলবাওয়ের ফরোয়ার্ড উইলিয়ামসকে উদ্দেশ্য করে বানরের শব্দ ও অঙ্গভঙ্গি করেছিলেন ওই ব্যক্তি।
গত ফেব্রুয়ারিতেও এস্পানিওলের মাঠে লা লিগার ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন বিলবাওয়ের এক খেলোয়াড়। রেফারির কাছে তখন অভিযোগ করেন উইলিয়ামস। ওই ঘটনায় পরে কিছুক্ষণ খেলা বন্ধ রেখেছিলেন রেফারি।
গত কয়েক বছরে স্প্যানিশ ফুটবলে খেলোয়াড়দের বর্ণবাদের শিকার হওয়ার অনেক অভিযোগ শোনা গেছে। বিশেষ করে, রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র বেশ কয়েকবার এমন আচরণের শিকার হয়েছেন। যার জন্য কয়েকজনকে শাস্তিও দেওয়া হয়েছে।
স্পেনের আইন অনুসারে, অহিংস অপরাধের জন্য দুই বছরের কম কারাদণ্ডের শাস্তি প্রথমবারের মতো অপরাধীদের জন্য স্থগিত করা হয়। অর্থাৎ এই সময়ের মধ্যে আর কোনো অপরাধ না করলে কারাভোগের সম্ভাবনা খুবই কম।