Advertisement
  • হোম
  • খেলা
  • নেপাল থেকে কি আজ ফিরতে পারবে বাংলাদেশ দল

নেপাল থেকে কি আজ ফিরতে পারবে বাংলাদেশ দল

মানবজমিন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

নেপালে বিক্ষোভের মুখে গতকাল পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। জানা গেছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এমন অবস্থায়, এখনও টিম হোটেল থেকে বের হতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। জামাল-তপুদের দেশে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে নেপাল সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সবুজ সংকেত মিললে আজই বাংলাদেশ থেকে একটি কার্গো বিমান পাঠানো হবে, যাতে করে দলের সঙ্গে ফিরবে সাংবাদিকরাও।

টেলিভিশনে দেয়া বিবৃতিতে গতকাল পদত্যাগের ঘোষণা করেন ওলি। এর আগেই ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে আটকা পড়ে বাংলাদেশ দল। তবে এয়ারপোর্ট বন্ধের খবরে দেশে ফেরা হয়নি বাংলাদেশ দলের। বাংলাদেশ সময় আজ সকাল সোয়া ৯টায় একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল জামাল-তপুদের। এর আগে বাংলাদেশ দলকে ফিরিয়ে আনতে গতকাল নেপালে একটি বিমান পাঠানো হয়। তবে বিমানটি সেখানে অবতরন করতে না পেরে ফিরে আসে।

আরও পড়ুন

Lading . . .