প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

টি-টোয়েন্টিতে ওপেনিং নিয়ে এখন খুব একটা মাথা ব্যথা নেই বাংলাদেশের। তানজিদ তামিম ও পারভেজ ইমন এখন হয়ে উঠেছেন ভরসার জায়গা। তবে তাদের ছাড়াই আজ মাঠে নামে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বুধবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই ম্যাচে তামিম ও ইমনকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
তাদের বদলে ওপেন করতে নামেন সাইফ হাসান ও লিটন দাস। তাতেই ঘুচল প্রায় দুই বছরের এক অপেক্ষা। ২০২৩ সালের ডিসেম্বরের পর বাংলাদেশের ওপেনিংয়ে দুই ডানহাতি ব্যাটারের দেখা মিললো।
তিন ফরম্যাট মিলিয়ে ৮১ ইনিংস পর ইনিংস উদ্বোধন করতে আসেন দুই ডানহাতি ওপেনার। শুধু টি-টোয়েন্টির হিসেব করলে, ৪০ ম্যাচ পর ঘটলো এমন ঘটনা।
প্রায় দুই বছরে খেলা এই মাঝের ৮১ ইনিংসে ১৪টি ভিন্ন ভিন্ন উদ্বোধনী জুটি ব্যবহার করে বাংলাদেশ। এর অন্তত একপ্রান্তে একজন বাঁহাতি ব্যাটার ছিলেন সব সময়ই।
এর আগে সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ইনিংস সূচনা করেন লিটন ও রনি তালুকদার। সেদিন ১৩ রানে ভেঙে যায় তাদের জুটি।
প্রায় দুই বছর পর লিটন ও সাইফের জুটিতে এলো ১৯ বলে ৩৯ রান। সাইফ ৮ বলে ১২ রানে ফিরলে তিনে নামেন তাওহীদ হৃদয়। তাতে ঘটেছে আরেক কীর্তি।
২০২২ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম বাংলাদেশের টপ-অর্ডারে দেখা গেল তিন ডানহাতি ব্যাটার।
সেবার আরব আমিরাতের বিপক্ষে প্রথম তিন ব্যাটার ছিলেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও লিটন দাস।