Advertisement

মাঠে নামলেই বাজিমাত তাসকিনের

মানবজমিন

প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫

24obnd

বল হাতে নিয়ে প্রথম বলেই উইকেট। নিজের দ্বিতীয় ওভারও শুরু করেন উইকেট দিয়ে। তাসকিন আহমেদ গতকাল ছিলেন এমনই দুর্দান্ত। এই ডানহাতি পেসারের তোপের মুখে ভেঙে যায় নেদারল্যান্ডসের মিডল অর্ডার। যাতে দেড়শ’ ছাড়ানো মঞ্চ পেলেও ১৩৬ রানে আটকে যায় ডাচ্‌দের দলীয় সংগ্রহ। শেষ ৩ ম্যাচে ১০ উইকেট তাসকিনের। চোটের কারণে বেছে বেছে খেললেও মাঠ নামলেই বাজিমাত করছেন এই পেসার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল টস হেরে আগে ব্যাটিং করতে নামে নেদারল্যান্ডস। ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে আসেন তাসকিন। ওভারের প্রথম বলেই ফেরান ভয়ঙ্কর হয়ে ওঠা ম্যাক্স ও’ডাউডকে। আগের ওভারে মেহেদী হাসানকে ছক্কা মারা ও’ডাউড তাসকিনের গুড লেন্থ বলে অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে শর্ট কাভারে ক্যাচ হয়েছেন জাকের আলীর। ওই ওভারে তাসনিক খরচ করেন মাত্র ১ রান। অষ্টম ওভারে ফিরে আবার প্রথম বলেই শিকার ধরেন তাসকিন। বাংলাদেশি এই পেসারের এবারের শিকার বিক্রমজিৎ সিং। ডাচ্‌ ওপেনার অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে পারভেজ হোসেনের হাতে ধরা পড়েন। ১৭তম ওভারে তৃতীয় ও ১৯তম ওভারে বাকি দুই উইকেট নেন তাসকিন। সবমিলিয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ৪ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে তৃতীয়বার ৪ উইকেট নিলেন তাসকিন। এর আগে ২০২২ সালে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে (৪/২৫) ও ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে (৪/১৬) ৪ উইকেট পেয়েছিলেন তাসকিন। এ নিয়ে চলতি বছর ৪ টি-টোয়েন্টি খেলে ১০ উইকেট নিলেন তাসকিন। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে নেন ৩টি করে ৬ উইকেট। শ্রীলঙ্কায় এক ম্যাচ খেলে অবশ্য উইকেট পাননি। চোটের কারণে সাম্প্রতিক সময়ে বেছে বেছে খেলতে হচ্ছে তাকে। তবে যখনই খেলছেন বাজিমাত করছেন। তাসকিন ছাড়াও বাকি বোলাররাও গতকাল দুর্দান্ত বোলিং করেছেন। ২২ মাস পর একাদশে ফেরা সাইফ হাসান নিজের প্রথম ওভারে ৭ রান দিয়ে নেন জোড়া উইকেট। ৪ ওভারে ১ উইকেট নেয়া মোস্তাফিজ খরচ করেন ১৯ রান। উইকেট না পেলেও মাত্র ২১ রান দেন অফ স্পিনার শেখ মেহেদী। এদিন বাংলাদেশের ফিল্ডাররাও দারুণ ছিলেন। গতকালই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ নেয়ার রেকর্ড ছুঁয়েছেন জাকের। এর আগে বাংলাদেশের ১০ ফিল্ডার ১২ বার এক ম্যাচে ৩ ক্যাচ নিয়েছেন। সাব্বির রহমান একাই তিনবার তিন ক্যাচ নিয়েছেন।

আরও পড়ুন

Lading . . .