Advertisement
  • হোম
  • খেলা
  • লিভারপুলের তরুণ ফুটবলারকে ‘দেড় কোটি পাউন্ডে’ কিনল ...

লিভারপুলের তরুণ ফুটবলারকে ‘দেড় কোটি পাউন্ডে’ কিনল লিওঁ

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

পাঁচ বছরের চুক্তিতে টাইলার মর্টনকে কিনেছে অলিম্পিক লিওঁ। ছবি: অলিম্পিক লিওঁ ফেইসবুক
পাঁচ বছরের চুক্তিতে টাইলার মর্টনকে কিনেছে অলিম্পিক লিওঁ। ছবি: অলিম্পিক লিওঁ ফেইসবুক

ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের মিডফিল্ডার টাইলার মর্টনকে লিভারপুল থেকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে অলিম্পিক লিওঁ।

উভয় ক্লাবের পক্ষ থেকেই এই দলবদলের খবর নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কোনো দলের বিবৃতিতেই কিছু জানানো হয়নি। তবে সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, অঙ্কটা দেড় কোটি পাউন্ড।

লিভারপুলের যুব দল থেকে উঠে আসা মর্টন ক্লাবটির মূল দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন। পাঁচটি ম্যাচ খেলেছেন গত মৌসুমে, তবে এর কোনোটিই প্রিমিয়ার লিগে নয়।

২০২১ সালের সেপ্টেম্বরে লিভারপুলের সিনিয়র দলে অভিষেকের পরের দুই মৌসুম মর্টন চ্যাম্পিয়নশিপের দুই ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স ও হাল সিটিতে খেলেন।

গত জুনে ইংল্যান্ডের ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মর্টন। জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে বদলি নেমে জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন তিনি, ম্যাচটি ৩-২ গোলে জেতে ইংলিশরা।

Lading . . .