Advertisement
  • হোম
  • খেলা
  • এসিসি’র সভায় যোগ দিচ্ছে ভারতসহ বাকিরাও

এসিসি’র সভায় যোগ দিচ্ছে ভারতসহ বাকিরাও

মানবজমিন

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

অবশেষে সব শঙ্কা কেটে গেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিচ্ছে সব সদস্য দেশ। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খোদ এ তথ্য জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এসিসির এই বার্ষিক সভা। ঢাকা থেকে ভেন্যু সরিয়ে অন্য কোথাও না নিলে সভা বয়কটের হুমকি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পরে তাদের সঙ্গে যোগ দেয় শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও। তবে আগের রাতে বিসিবি বস জানিয়েছেন, শেষ পর্যন্ত এই সভায় যোগ দিতে রাজি হয়েছে সব দেশ। গতকাল আনুষ্ঠানিক নৈশভোজ শেষে বুলবুল বলেন, ‘গত দুই দিন ধরে বেশ কিছু পরিকল্পনা করছি। সবার আগে ক্রিকেট। আমাদের সবার মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকত, যেহেতু বাংলাদেশে এসিসির এজিএমটা হোস্ট করছি, সে দায়িত্বটা সকলের সাহায্য নিয়ে ক্রিকেটের স্বার্থে আমরা সবাইকে রাজি করতে পেরেছি।’

তবে সব দেশের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত হবেন না। ভারত আর শ্রীলঙ্কা যোগ দেবে অনলাইনে। এ প্রসঙ্গে সভাপতি বলেন, ‘কালকে এসিসির এজিএমে সবাই অংশ নিচ্ছে। যারা আসতে পারছে না, তারা অনলাইনে যোগ দেবে। যারা এরই মধ্যে চলে এসেছে, তিনটা পূর্ণ সদস্য... আজ (গতকাল) রাতে আফগানিস্তান আসবে। পাকিস্তান, বাংলাদেশ আছে এখানে। ভারত বলেছে অনলাইনে যোগ দেবে, শ্রীলঙ্কা যোগ দেবে। সব মিলিয়ে সবাই যুক্ত হচ্ছে।’

এতকিছুর পর ভারতকে কীভাবে রাজি করালেন, সে প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমি এখানে বিস্তারিত বলব না। তবে বাংলাদেশ গর্ব করতে পারে। আমরা যে কাজটি করেছি, আমি বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে গর্ব করতে পারি।’

আরও পড়ুন

Lading . . .