প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

প্যারিস অলিম্পিক শেষে ফ্রান্স থেকে নিজের দেশ ইরানে ফিরে গিয়েছিলেন বাংলাদেশ শুটিংয়ের রাইফেল কোচ ইরানের জায়ের রেজাই। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এর মধ্যে আর ঢাকায় ফেরেননি। এক বছর পর ফিরলেও বকেয়া এক মাসের বেতন ও নিজের তল্পিতল্পা নিয়ে তেহরান ফিরে গেছেন।
বাংলাদেশের শুটিংয়ে ২০২২ সাল থেকে ইরানি কোচ কাজ করছিলেন। প্যারিস অলিম্পিক শেষে আর কাজ করা সম্ভব হয়নি। এবার ঢাকায় সপ্তাহখানেক থেকে বকেয়া বুঝে নিয়েছেন। জায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘এক বছর পর বাংলাদেশে এসেছিলাম, সপ্তাহখানেক ছিলাম। নিজের বকেয়াসহ অন্য সব বুঝে নিয়েছি। তবে বিমান ভাড়া বাকি আছে, ফেডারেশন দেবে বলেছে। আর কোচিং করানোর আগ্রহ দেখালেও অর্থনৈতিক সমস্যার কারণে ফেডারেশন অপারগতা প্রকাশ করেছে। আমার খুব ইচ্ছে ছিল বাংলাদেশে নতুন করে কোচিং করাতে। কিন্তু এখন সেটা আর হচ্ছে না।’
দক্ষিণ এশিয়ান গেমস (এসএ) সামনে রেখে এর মধ্যেই বেশ কয়েকটি খেলায় বিদেশি কোচ এসেছেন। তবে আন্তর্জাতিক আসরে অন্যতম সফল শুটিংয়ে বিদেশি কোচ পাওয়া নিয়ে রয়েছে সংশয়। আপাতত স্থানীয় কোচ দিয়ে ক্যাম্প চালাতে চান কর্মকর্তারা।
অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌসী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। তাকে (ইরানি কোচ) বলেছি যদি অর্থের ব্যবস্থা হয়, তাহলে ডাকব। তিনি খুবই আগ্রহী বাংলাদেশের হয়ে কাজ করার জন্য।’
আরও পড়ুন