Advertisement
  • হোম
  • খেলা
  • নাপোলিতে অভিষেকে ডে ব্রুইনের চোখধাঁধানো গোল

নাপোলিতে অভিষেকে ডে ব্রুইনের চোখধাঁধানো গোল

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

গোলের পর ডে ব্রুইনেকে ঘিরে সতীর্থের উল্লাস। ছবি: রয়টার্স
গোলের পর ডে ব্রুইনেকে ঘিরে সতীর্থের উল্লাস। ছবি: রয়টার্স

বাঁ দিকের সাইডলাইনের কাছ থেকে ডান পায়ে উঁচু করে বাঁকানো ফ্রি-কিক নিলেন কেভিন ডে ব্রুইনে। বক্সে লাফিয়ে অনেকে হেডের চেষ্টা করলেও বলের নাগাল পেলেন না কেউ। গোলরক্ষককে ফাঁকি দিয়ে এক ড্রপ খেয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়াল বল। ছুটে গিয়ে ডে ব্রুইনেকে আলিঙ্গনে বাঁধলেন সতীর্থরা। নাপোলির হয়ে অভিষেকের উপলক্ষ দুর্দান্ত গোল করে রাঙালেন বেলজিয়ান তারকা।

জয় দিয়ে সেরি আ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে নাপোলি। নতুন আসরে প্রথম ম্যাচে সাসসুয়োলোর মাঠে শনিবার ২-০ গোলে জিতেছে আন্তোনিও কন্তের দল।

৫৭তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ডে ব্রুইনে। প্রথমার্ধে অন্য গোলটি করেন স্কট ম্যাকটমিনে।

ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের অধ্যায়ের ইতি টেনে গ্রীষ্মের দলবদলে ফ্রি ট্রান্সফারে নাপোলিতে নাম লেখান ডে ব্রুইনে। নতুন ঠিকানায় শুরুটা দারুণ হলো ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের।

Lading . . .