Advertisement
  • হোম
  • খেলা
  • অক্টোবরে দ.কোরিয়া ও জাপানে খেলবে ব্রাজিল

অক্টোবরে দ.কোরিয়া ও জাপানে খেলবে ব্রাজিল

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

বিশ্বকাপের আগামী আসরের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পরিকল্পনা সাজিয়ে রেখেছে ব্রাজিল। যার অংশ হিসেবে আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবে তারা।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) মঙ্গলবার জানিয়েছে, সিউলে আগামী ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। টোকিওতে ১৪ অক্টোবর জাপানের মুখোমুখি হবে তারা।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকেট এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। সেপ্টেম্বরে বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫ সেপ্টেম্বর চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে দলটি।

আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৩তম আসর। বিভিন্ন দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে বড় মঞ্চের জন্য নিজেদের তৈরি রাখতে চাওয়ার কথা বলেছেন সিবিএফের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো।

“দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের পর, আমাদের পরিকল্পনা হলো নভেম্বরে আফ্রিকান জাতীয় দলগুলোর বিপক্ষে এবং ২০২৬ সালের মার্চ ও জুনে শীর্ষ পর্যায়ের ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলা।”

“আমরা অনুভব করছি যে, বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ফুটবলের মুখোমুখি হয়ে আমাদের মূল্যবান অভিজ্ঞতা হবে এবং এইসব ম্যাচ আমাদেরকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলবে, আমরা বিশ্বকাপে যেসবের সম্মুখীন হতে পারি।”

Lading . . .