Advertisement
  • হোম
  • খেলা
  • জাতীয় চ্যাম্পিয়নশিপ : ৯ স্বাগতিক দলের জয়

জাতীয় চ্যাম্পিয়নশিপ : ৯ স্বাগতিক দলের জয়

ঢাকা পোস্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

তিন বছর পর শুরু হয়েছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। গত ৩০ আগস্ট মুন্সিগন্জ ভেন্যুতে প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল। দশ দিন বিরতির পর আজ এক যোগে ১৫ ভেন্যুতে আবার খেলা হয়েছে।

১৫ ম্যাচের মধ্যে ৯ হোম দল কুমিল্লা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, রাঙামাটি, কুষ্টিয়া, নাটোর ও রাজশাহী জিতেছে। এই দলগুলোর বিপক্ষে হেরেছে যথাক্রমে ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, বান্দরবান, লক্ষীপুর, চাপাই নবাবগঞ্জ, পাবনা ও বগুড়া। অ্যাওয়ে দলের মধ্যে নওগা ও ময়মনসিংহ ১-০ গোলে জয়পুরহাট ও মানিকগঞ্জকে হারিয়েছে।

আজ অনুষ্ঠিত ১৫ ম্যাচের মধ্যে চার ম্যাচ ড্র হয়েছে। রাজবাড়ী-শরীয়তপুর এবং টাঙ্গাইল-নেত্রকোণা ১-১ গোল, শেরপুর-সিরাজগঞ্জ গোলশূন্য ও গাজীপুর-জামালপুর ২-২ গোলে ড্র করেন।

এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের ভিত্তিতে ফলাফল হবে। দুই ম্যাচ সমতা থাকলে টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হবে৷

জয়ী ৩২ দল আবার আরেক দফায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে এএফসি সভাপতির উপস্থিতিতে ফাইনাল আয়োজন করার পরিকল্পনা ফেডারেশনের।

এজেড/এইচজেএস

Lading . . .