সমর্থকদের চেয়েও ‘বেশি কষ্ট’ পাচ্ছেন ম্যান ইউনাইটেড কোচ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

‘ম্যানচেস্টার ইজ রেড’, ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের সেই গর্ব আর তৃপ্তি এখন স্মৃতির জাবর কাটার মতোই ব্যাপার। মুখোমুখি লড়াইয়ে দু-একটি ব্যতিক্রম ছাড়া বছরের পর বছর ধরে ম্যানচেস্টার সিটির দাপটে বদলে গেছে চিত্র। নতুন মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতেও ফুটে উঠেছে ‘ম্যানচেস্টার ইজ ব্লু।’ তাতে ইউনাইটেড সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নিশ্চিতভাবেই। তবে কোচ হুবেন অ্যামুরির দাবি, তার আঘাতের তীব্রতা আরও বেশি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
গত মৌসুমের চরম হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন মৌসুমেও ম্যান ইউনাইটেডের শুরুটা হয়েছে বাজে। প্রিমিয়ার লিগে চার ম্যাচে তাদের জয় স্রেফ একটি। এক ড্র ও দুই হারে পয়েন্ট তাদের চার। পয়েন্ট তালিকায় অবস্থান এখন চতুর্দশ।
অ্যামুরির অবশ্য দাবি, তার দল উন্নতি করেছে। কিন্তু সেই উন্নতির প্রতিফলন ফলাফলে না পড়ায় তিনি নিজে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বলে দাবি করলেন কোচ।
“সবকিছুই বুঝতে পারছি আমি। এটা খুবই স্বাভাবিক (সমর্থকদের বিশ্বাস হারানো)। তবে আমরা উন্নতি করছি না, এটা মানতে আমি নারাজ। আমরা আগের চেয়ে ভালো করছি, ফলাফলে তা ফুটে উঠছে না। হ্যাঁ, এটা জানি যে, ফলাফল দেখেই লোকে বিচার করে।”
“আমার বার্তা হলো, আমি সবকিছুই করব, সবটুকু ঢেলে দেব। বাকিটা আমার ওপরে নেই। আমি নিজের সর্বোচ্চটা দেব। আমার তো আরও বেশি কষ্ট হচ্ছে (সমর্থকদের চেয়ে)।”
অ্যামুরির কোচিংয়ে যখন দুর্দান্ত পারফর্ম করছিল পর্তুগিজ দল পোর্তো, তখন এরিক টেন হাগকে বরখাস্ত করে তাকে কোচের দায়িত্ব দেয় ইউনাইটেড। কিন্তু ক্লাবের ভাগ্যে বদল হয়নি। গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে জয় মিলেছে স্রেফ ৮টি।
কোচকে সমালোচনায় বিদ্ধ করা হচ্ছে নিয়মিতই। প্রশ্ন উঠছে তার কৌশল নিয়েও। ৩-৪-৩ ফর্মেশন যে কাজ করছে না, এটা এখন অনেকটাই প্রমাণিত।
তবে নিজের কৌশলে অ্যামুরির আস্থা অগাধ। চাকরি হারালেও কৌশল থেকে সরবেন না তিনি।
“আমি নিজের দর্শন বদলাব না। যদি তারা (ইউনাইটেড কর্তৃপক্ষ) এটি (খেলার ধরন) বদলানোর প্রয়োজন মনে করে, তাহলে মানুষটিকে (কোচ) বদলে ফেললেই হয়।”
“আমি নিজের ধরন পরিবর্তন করব না। যতদিন না নিজে বদলানোর প্রয়োজন অনুভব করছি, তততিন এভাবেই খেলে যাব। প্রশ্ন ওঠার ব্যাপারটি উপলব্ধি করতে পারছি এবং এটাও মেনে নিচ্ছি, এমন রেকর্ড ম্যান ইউনাইটেডে মানায় না। তবে গত কয়েক মাসে এত কিছু হয়ে গেছে, আপনারা যা জানেন না।”
পেপ গুয়ার্দিওলার দলের বিপক্ষে কাজটা কঠিন, সেই বাস্তবতাও তুলে ধরলেন ইউনাইটেড কোচ।
“আমরা এমন এক কোচের বিপক্ষে খেলেছি, যিনি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। আমরা সেখানে দল গড়ার চেষ্টা করছি এবং এই দলগুলির বিপক্ষে লড়াইয়ের চেষ্টা করছি। আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছি না, আমাদেরকে অবশ্যই ভালো করতে হবে।”
“গত বছর আমরা সিটির বিপক্ষে ড্র করেছিলাম ও জিতেছিলাম। আজকে আরেকটু বেশি ভালো খেলেছি, কিন্তু ছোট ছোট গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোয় আমরা যথেষ্ট ভালো ছিলাম না।
বড় ব্যবধানে হারলেও ফুটবলারদের নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই ইউনাইটেড কোচের। নিজের দায় তিনি মাথা পেতেই নিচ্ছেন।
“অবশ্যই আমাদের জেতা প্রয়োজন। তবে আমি এমন দেখিনি যে আমার দল মাঠে সবটুকু উজাড় করে দিচ্ছে না।”
“বাকিটার দায় আমার। মাঝেমধ্যে মনে হয় মাঠে আমরা আরও বেশি দৌড়াতে পারতাম। তবে আজকে তেমনটি মনে হয়নি। দায় আমার, তাদের নয় এবং এটায় আমার সমস্যা নেই।”
আরও পড়ুন