Advertisement

জোতার মৃত্যুতে শোকাহত ক্লপ

যমুনা টিভি

প্রকাশ: ৯ জুলাই, ২০২৫

স্পেনের জামুরার এক হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী প্রয়াত এই ফুটবলারের মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। ২০২০ সালে ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলে যোগ দেন জোতা। তার এমন মৃত‍্যুতে শোকাহত ক্লপও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লপ লেখেন, জোতা এবং তার ভাই আন্দ্রের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। সে কেবল একজন দুর্দান্ত খেলোয়াড়ই ছিলেন না, একজন দুর্দান্ত বন্ধু, একজন স্নেহশীল এবং যত্নশীল স্বামী এবং বাবাও ছিলেন!

ক্লপ আরও লেখেন, আমরা তাকে অনেক মিস করব! বাচ্চারা, পরিবার, বন্ধুবান্ধব এবং তাদের যারা ভালোবাসতেন তাদের সকলের জন্য আমার প্রার্থনা।

জোতার মৃত‍্যুতে শোক প্রকাশ করেছে লিভারপুলও। এছাড়াও রিয়াল মাদ্রিদ, ম‍্যানচেস্টার ইউনোইটেড, ম‍্যানচেস্টার সিটিসহ প্রায় সব ক্লাবই জোতার মৃত‍্যুতে জানিয়েছে সমবেদনা। জোতার নিজ শহরের ক্লাব এসফি পোর্তো তার মৃত্যুতে ক্লাবের পতাকা অর্ধনমিত করেছে। স্টেডিয়ামের সাইটস্ক্রিনে দেখা গেছে জোতার প্রতি তাদের ভালোবাসা।

/এমএইচআর

আরও পড়ুন

Lading . . .