প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সাথে খেলা আরব আমিরাতের মতো দলের কাছে স্বপ্নসমই বটে। তবে সেই স্বপ্ন সহসাই পূরণ হয় না, ৯ বছর পর ভারতের মুখোমুখি হয়েছে মরুর দেশটি।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-আরব আমিরাত ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়। তাতে ফুরালো ১১ বছরের অপেক্ষা। ২০১৬ সালে এশিয়া কাপে প্রথম ও একমাত্র কোনো ম্যাচে মুখোমুখি হয় তারা।
বিশ্বচ্যাম্পিয়ন ভারত, সাম্প্রতিক সময়েও আছে দারুণ ছন্দে। এশিয়া কাপেও এসেছে শক্তিশালী দল নিয়ে। তাদের সামনে দাঁড়ানো বেশ কঠিন হবে যে কোনো দলের জন্য। সেখানে আমিরাত কতটুকু লড়াই করতে পারে, তাই এখন দেখার অপেক্ষা।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, সুর্যকুমার যাদব, (অধিনায়ক), স্যাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।
আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আসিফ খান, ধ্রুব পরাশর, হায়দার আলী, হারশিত কৌশিক, জুনাইদ সিদ্দিকী, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, রোহিদ খান, সিমরনজিত সিং।