প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫
অভিষেকের পর থেকে বেশ আলোচনায় ছিলেন নাহিদ রানা। গড়েন বাংলাদেশের প্রথম কোনো বোলার হিসেবে ১৫০ কিলোমিটার গতিতে বল করার রেকর্ড। দেশ বিদেশেও ছড়ায় প্রশংসা, বড় হতে থাকে আশা।
এমনকি তাসকিন-মোস্তাফিজদের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল তাকে। তবে হঠাৎ যেন হয়েছে ছন্দপতন। আড়ালে চলে গেছেন তিনি, কমে এসেছে গতি। ঠাঁই হয়নি এশিয়া কাপের স্কোয়াডেও।
৯ টেস্ট ৪ ওয়ানডে ও ১টি-টোয়েন্টিতেই যেন থমকে গেছে রানার অবিশ্বাস্য যাত্রা। হঠাৎ কেন রানার এমন পরিণতি?
একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘আমি যা লক্ষ্য করেছি, তা হলো সে কিছু জিনিস হারিয়েছে। সে লাইন ও লেন্থের নিয়ন্ত্রণ হারিয়েছে। আবার ভিন্ন ভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সে হিমশিম খাচ্ছে।’
‘ও হয়তো ভাবছে দীর্ঘ সময় খেলার জন্য ওকে গতি কমাতে হবে। এখন সে ১৩৯-১৪২ কিলোমিটার বেগে বল করছে। এ কারণেই আগের মতো ব্যাটসম্যানদের জন্য সে আর ততটা ভয়ংকর হয়ে উঠছে না।’
সম্প্রতি রানাকে দেখা গিয়েছে ছোটবেলার কোচ মোহাম্মদ আলমগীর কবিরের সাথে কাজ করতে। তার কাছেও জানতে চাওয়া হয়েছিল, কেন এমন অবনতি নাহিদ রানার?
উত্তরে তিনি জানান, গতি ওয়ার্কলোডের কারণে নয় বরং মানসিক অস্থিরতায় কমেছে।
আলমগীর বলেন, ‘আমার মনে হয়েছে মানসিক অস্থিরতার কারণে সে দ্রুত গতিতে বল করতে পারে না।’
‘সে এখন ঠিক আছে। অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে সে তার গতি হারায়নি। আমি মনে করি, আগামী দিনে আমরা আগের নাহিদ রানাকে দেখতে পাব।’
আলমগীর আরো বলেন, ‘তার শেষ টেস্টের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট ছিলাম না। সে নিজের গতি দেখাতে পারেনি। আমরা ফোনে কথা বলেছি এবং দেশে ফেরার পর সে আমার সাথে দেখা করেছে।’
আরও পড়ুন