Advertisement
  • হোম
  • খেলা
  • স্বাগতিক রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো

স্বাগতিক রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

জয় দিয়ে এনসিএল টি-টোয়েন্টির যাত্রা শুরু করলো ঢাকা মেট্রোপলিশ। গতকাল ২৭তম এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীকে ৭ উইকেটে হারায় ঢাকা মেট্রো। এদিন বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচের খেলা নেমে এসেছিল মাত্র ৫ ওভারে। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচের খেলা মাঠে গড়ায়নি। প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ। ব্যাটিংয়ে নেমে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ফিরলেও সাব্বির রহমান এবং মেহরবের অপরাজিত ৪২ রানের জুটিতে রাজশাহী ৩ উইকেটে করে ৬০ রান। ঢাকা মেট্রোর হয়ে আরিফ আহমেদ দু’টি ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন। ৬১ রানের টার্গেটে ঢাকা মেট্রোর ওপেনার নাঈম শেখ অবশ্য ওভারপ্রতি ১২ রান তাড়া করতে নেমেও খেলেন ৮ বলে ৭ রানের ইনিংস। শেষে ঢাকা মেট্রোকে জয়ের বন্দরে পৌঁছে দেয় মাহফিজুল ইসলাম রবিনের ১২ বলে ৩০ রানের ইনিংস। শেষ ওভারে তাদের দরকার ছিল ১০ রান। নাহিদ রানার সে ওভারে রবিন জয় তুলে নেন। ম্যাচসেরা হন মাহফিজুল ইসলাম রবিন। এদিন রাজশাহীর হয়ে শফিকুল ইসলাম দুটি ও আসাদুজ্জামান পায়েল নেন একটি করে উইকেট।

আরও পড়ুন

Lading . . .