Advertisement
  • হোম
  • খেলা
  • ‘রেফারিদের নিয়ে বলার কিছু নেই, সবাই দেখেছে কী ঘটেছ...

‘রেফারিদের নিয়ে বলার কিছু নেই, সবাই দেখেছে কী ঘটেছে’

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো (বাঁয়ে) ও মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। ছবি: এক্স
সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো (বাঁয়ে) ও মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। ছবি: এক্স

লা লিগার রেফারিং নিয়ে বিতর্কের প্রসঙ্গ উঠল রেয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনেও। তবে বিষয়টি নিয়ে খুব গভীরে যেতে চাইলেন না দলটির মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি ও কোচ শাবি আলোন্সো। এখন শুধুই আসছে ম্যাচের দিকে মনোযোগ দিতে চান তারা।

লা লিগায় গত শনিবার রেয়াল সোসিয়েদাদের মাঠে রেয়াল মাদ্রিদের ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার ডিন হাউসেন। মাঝমাঠের কাছে প্রতিপক্ষের মিকেল ওইয়ারসাবালকে পেছনে থেকে ঘাড় ধরে টেনে ফেলে দেন এই সেন্টার-ব্যাক। ‘নিশ্চিত গোলের পথে বাধা দেওয়ার’ অপরাধে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

মাঠে রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ভিএআরে দেখার দাবি জানালেও শোনেননি রেফারি। ঘটনার সময়ই ডাগআউটে ভীষণ ক্ষুব্ধ দেখা যায় আলোন্সোকে। শেষ বাঁশির পর মাঠেই রেফারিকে নিজের আপত্তির কথা জানান তিনি, ক্ষোভ প্রকাশ করেন ম্যাচের পর সংবাদ সম্মেলনেও। তার মতে, লাল কার্ড পাওয়ার মতো ঘটনা সেটি ছিল না।

সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার ফরাসি ক্লাব মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করবে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা। আগের দিন লা লিগার রেফারিং প্রসঙ্গে বেশি কিছু বলতে চাইলেন না আলোন্সো।

“ম্যাচের পর এই বিষয়ে আমি যথেষ্ট বলেছি। আমার যা মনে হয়েছিল, তাই বলেছি। এখন সময় এসেছে সেসব পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকানোর।”

কোচের মতো একই সুর চুয়ামেনির কণ্ঠেও। পাশাপাশি ফরাসি এই মিডফিল্ডার বললেন, খেলোয়াড়দের মতো রেফারিদেরও ভুল হতে পারে।

“তারা প্রতি ম্যাচেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে, তবে আমাদের মতো তারাও ভুল করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় এবং আমরা তা পেয়েছি। রেফারিদের নিয়ে বলার কিছু নেই। সবাই দেখেছে কী ঘটেছে। আমাদের সামনে তাকাতে হবে।”

Lading . . .