বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন রমিজ, পাকিস্তানিদের বাসিত আলীর তিরস্কার
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

এক ম্যাচ হাতে রেখে ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিজেদের ঘরের মাঠে টাইগারদের হোয়াইটওয়াশ করার পর মিরপুরে একরকম শোচনীয় অবস্থা পাকিস্তানের। সিরিজ হারের পর উত্তরসূরিদের পরাজয় থেকে শিখতে বলে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন রমিজ রাজা। আর পাকিস্তানি ব্যাটারদের রান দিয়ে মোবাইল নাম্বার বানিয়ে চরম তিরস্কার করেছেন বাসিত আলী।
শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ৮ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে ১৩৩ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে ৪ বল বাকি থাকতে ১২৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। পাকিস্তান দলের সঙ্গে সফরে রয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা, ব্যস্ত সময় পার করছেন ধারাভাষ্যে। একইসঙ্গে নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ কথা বলেছেন সিরিজের বিভিন্ন দিক নিয়ে। টাইগারদের প্রশংসায় এ ৬২ বছর বয়সী সাবেক ক্রিকেটার বলেন, ‘পাকিস্তান ম্যাচ হারল, সিরিজও হারল। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। কঠিন পিচে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, তা পাকিস্তানকে আবারো শেখালো বাংলাদেশ। বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করছিল, চাপের মধ্যে এমন হতেই পারে। ফাহিম যদি আউট না হতো, তবে পাকিস্তান জিততেও পারত। তবে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে।’ নিজ দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে রমিজ রাজা বলেন, ‘পাকিস্তানকে বলব, এ হার থেকে শিখতে হবে। এগিয়ে যেতে হলে অনেক কিছুই করতে হয়। কৌশল নিয়ে কাজ করতে হবে, শুধু বড় শট দিয়ে চলবে না। কেমন উইকেটে কেমন শট খেলতে হবে, কখন বড় শট খেলতে হবে, আপনার রক্ষণ কতটা শক্তিশালী, রানিং বিটুইন দ্য উইকেটের কী অবস্থা-সবকিছুই পাকিস্তানকে ঠিক করতে হবে। অনেক কিছু শেখার ও বুঝার বাকি আছে, এবং সেই অনুযায়ী কাজ করতে শেখাও বাকি।’
তবে পাকিস্তানি কোচ ও দলের সাবেক ক্রিকেটার বাসিত আলী এক প্রকার হাসিঠাট্টাই করেছেন দলের ব্যাটারদের নিয়ে। ম্যাচটিতে গ্রিন ক্যাপদের প্রথম ছয় ব্যাটারের রান যথাক্রমে ৮, ১, ০, ৯, ০, ০। এমন স্কোরবোর্ডের তীব্র সমালোচনায় এই ৫৪ বছর বয়সী সাবেক ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে। টসে জিতলেও ম্যাচে জেতেনি পাকিস্তান। বাংলাদেশ ১৩৩ রান করেছে, দুইশ’ থেকে ৬৭ রান কম। তাও পাকিস্তান হেরেছে। আপনাদের একটি ফোন নাম্বার বলি, ৮১০৯০০। এটি আমার নাম্বার নয়, পাকিস্তানি টপ অর্ডারের রান।’
আরও পড়ুন