Advertisement
  • হোম
  • খেলা
  • মেসির পেনাল্টি মিসের দিনে হারলো মায়ামি

মেসির পেনাল্টি মিসের দিনে হারলো মায়ামি

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

মেজর লীগ সকারের ম্যাচে রোববার সকালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারায় শার্লট এফসি। এদিনের ম্যাচে প্রায় তিন বছর পর কোনো পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। এর আগে ২০২২ বিশ্বকাপে পোলান্ডের বিপক্ষে ব্যর্থ হন মেসি। ব্যাংক অফ আমেরিকার মাঠে এদিন নিজেদের পজিশন ভালো রেখেও ম্যাচ জয় করতে পারেনি মায়ামি।
ম্যাচে ৫৯ শতাংশ পজিশন নিজেরা ধরে রাখলেও তিন গোল হজম করতে হয় মেসির দলকে।

২১ বছর বয়সী ইদান তোকলামাতিই তিন গোল করেন। যার মধ্যে একটি ছিল পেনাল্টিতে। ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, ‘স্পষ্টভাবে এটি আমাদের সেরা রাতগুলোর মধ্যে একটি ছিল না। তারা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে আমাদের ওপর চোরাও হয়েছিল এবং আমরা আর পরে ম্যাচে ফিরতে পারিনি’।
মেসির সাবেক সতীর্থ আর্জেন্টাইন কোচ বলেন, ‘যদি কেউ আমাদের পুরো মৌসুম জুড়ে জিততে সাহায্য করে থাকে, তাহলে সেটি হবে লিও (মেসি)।

তবে আজ সেই দুর্ভাগ্যজনক খেলাটি ছিল। যেখানে আমাদের হারতে হয়েছে’। তবে পরবর্তী ম্যাচে জেতার বিষয়ে আশাবাদী মাশ্চেরানো। তিনি বলেন, ‘আমাদের এই মুহূর্তটি মেনে নিতে হবে এবং যেসব জিনিস সংশোধন করার প্রয়োজন তা সংশোধন করতে হবে । আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবো এবং সর্বোত্তম উপায়ে নিয়মিতভাবে মৌসুম শেষ করবো’।
মেজর লীগে বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শার্লটের অবস্থান তৃতীয়তে। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া। আর ২৬ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে মায়ামি।

আরও পড়ুন

Lading . . .