Advertisement
  • হোম
  • খেলা
  • লিটনের ছক্কার রেকর্ড, ৭ উইকেটের জয়ে শুভসূচনা বাংলা...

লিটনের ছক্কার রেকর্ড, ৭ উইকেটের জয়ে শুভসূচনা বাংলাদেশের

মানবজমিন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

লিটন কুমার দাস শেষপর্যন্ত টিকে থাকলে সোনায় সোহাগা হতো। বাংলাদেশ অধিনায়ক ফেরেন জয়ের ২ রান দূরে থেকে। এর আগে ৩৯ বলে ৫৯ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন লিটন। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন টাইগার অধিনায়ক। শেষপর্যন্ত ৩৬ বলে ৩৫ রানের ইনিংসে অপরাজিত থাকেন হৃদয়। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

রান তাড়ায় প্রথম উইকেটে ২৪ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ইমন (১৯) ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। তানজিদ ফেরেন ১৪ রানে। বাকি কাজটা সারেন লিটন ও হৃদয়। নিজের ইনিংসে একমাত্র ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের নামে লিখেছেন লিটন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার ছক্কা এখন ৭৮টি। লিটন ছাড়ালেন ৭৭ ছক্কা হাঁকানো মাহমুদউল্লাহ রিয়াদকে।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা হংকং আফগানিস্তান ম্যাচ থেকে অনেকটা বেশি লড়াই করে। আগের ম্যাচে ৯৪ রান করা হংকং আজ থামে ৭ উইকেটে ১৪৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। ওপেনার জিশান আলীর ব্যাট থেকে আসে ৩০ রান। ১৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক ইয়াসিম মুর্তাজা।

আগামী ১৩ই সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন

Lading . . .