‘প্রথম’ গোলে এসি মিলানকে জেতালেন ৪০ বছর বয়সী মদ্রিচ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

এসি মিলানের জার্সিতে চতুর্থ ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন লুকা মদ্রিচ। সেই গোলই গড়ে দিল ব্যবধান। লিগে টানা দ্বিতীয় জয় পেল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
সান সিরোয় রোববার রাতে সেরি আর ম্যাচে বোলোনিয়াকে ১-০ গোলে হারায় মিলান।
ম্যাচে পজেশনে পিছিয়ে থাকলেও আক্রমণে দাপট দেখায় স্বাগতিকরা। গোলের জন্য তাদের ১৪ শটের তিনটি ছিল লক্ষ্যে। বোলোনিয়ার পাঁচ শটের একটিও লক্ষ্যে ছিল না।
৬১তম মিনিটে গোলটি করেন মদ্রিচ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন আলেক্সিস সালেমাকেরস। সামনে প্রতিপক্ষের ডিফেন্ডার থাকায় তিনি পাস দেন বক্সের মাঝামাঝি। ছুটে গিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ৪০ বছর বয়সী ক্রোয়াট তারকা।
রেয়াল মাদ্রিদে সফল অধ্যায়ের ইতি টেনে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে এসি মিলানে যোগ দেন মদ্রিচ। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম তিন ম্যাচে একটি অ্যাসিস্ট করার পর এবার গোলের দেখা পেলেন তিনি। ম্যাচ-সেরার স্বীকৃতিও পান ২০১৮ সালের ব্যালন দ’র জয়ী ফুটবলার।