Advertisement
  • হোম
  • খেলা
  • লাল-সবুজের জার্সিতে দুই প্রবাসী জায়ান ও তানিলের প্...

লাল-সবুজের জার্সিতে দুই প্রবাসী জায়ান ও তানিলের প্রথম

বিডিনিউজ টোয়েন্টিফোর

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

জায়ান আহমেদ। ছবি: বাফুফের ভিডিও থেকে নেওয়া
জায়ান আহমেদ। ছবি: বাফুফের ভিডিও থেকে নেওয়া

বয়সভিত্তিক দলে হলেও বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নামলেন জায়ান আহমেদ ও তানিল সালিক। যদিও ম্যাচের ফলের দৃষ্টিকোণ থেকে অভিজ্ঞতা সুখকর হয়নি তাদের, তবে প্রথমবারের মতো লাল-সুবজের জার্সিতে খেলার রোমাঞ্চ সঙ্গী হলো দুজনের।

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে বাহরাইন সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সোমবার ক্লোজ-ডোরে প্রথম প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরে গেছে সফরকারীরা।

এ ম্যাচেই দেশের হয়ে প্রথম খেলতে নামেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান ও ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার তানিল। কোচ সাইফুল বারী টিটু শুরুর একাদশে রাখেন জায়ানকে। তানিলকে খেলান দ্বিতীয়ার্ধে।

বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় ম্যাচটিতে পারফরম্যান্স নিয়ে তুষ্টির কথা জানিয়েছেন জায়ান। মূল্যায়ন করেছেন ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সও।

“আমরা ভালো খেলেছি। তিন-চারটা ভালো সুযোগ ছিল। ম্যাচটি প্রায় সমতায় ছিল। (নিজের পারফরম্যান্সকে) দশের মধ্যে নিজেকে সাড়ে সাত দেব। কিছু ভালো অ্যাসিস্ট ছিল, চেষ্টা করেছি।”

“টিম পারফরম্যান্স দশের মধ্যে আট (দেব)। আমরা গোলের সুযোগ পেয়েছি, প্রতি আক্রমণও হয়েছে। ভিয়েতনামের জন্য আমরা অনেক কষ্ট করছি-অনুশীলন, ভিডিও, মিটিং। আমাদের গ্রুপ (দল) ভালো এবং মেধাবী।”

ক্লোড-ডোরে ম্যাচ হওয়ায় বাফুফে আনুষ্ঠানিকভাবে জানায়নি ম্যাচটির ফল। তবে টিম সুত্রের খবর, একমাত্র পেনাল্টি গোলে হেরেছে বাংলাদেশ।

শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে যুবারা।

Lading . . .