দেম্বেলের ব্যালন ডি’অর জয়ে যা বললেন মেসি-এমবাপ্পে
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

২০২৪-২৫ মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন উসমান দেম্বেলে। তার স্বীকৃতিস্বরূপ এবারের ব্যালন ডি’অর ট্রফি ভরেছেন নিজের ঝুলিতেই। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়ে ফুটবলের সাবেক ও বর্তমান তারকাদের থেকে শুভেচ্ছা কুড়াচ্ছেন দেম্বেলে। সে তালিকায় যুক্ত হয়েছে ক্লাবে তারই সাবেক ও জাতীয় দলের বর্তমান সতীর্থ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
প্যারিসের থিয়েটার অব ক্যাসেলে জমকালো আয়োজনের মধ্যে ব্যালন ডি’অর তুলে দেয়া হয় দেম্বেলের হাতে। ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে এ পুরস্কার পেলেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড। গত মৌসুমে ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লীগ ট্রফিসহ ঐতিহাসিক ট্রেবল জয়ে অনবদ্য ভূমিকা রাখেন ২৮ বছর বয়সী দেম্বেলে। এছাড়া, ফরাসি সুপার কাপের একমাত্র জয়সূচক গোলটিও করেন এ ফরাসি তারকাই। ২০১৭তে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান দেম্বেলে। ২০২৩-এ কাতালানদের আঙিনা ছাড়ার আগে চার মৌসুম সতীর্থ হিসেবে পান লিওনেল মেসিকে। সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জেতা এ আর্জেন্টাইন মহাতারকাও বেশ খুশি পুরনো সতীর্থের এমন অর্জনে। পুরস্কার হাতে দেম্বেলের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে মেসি লেখেন, ‘অসাধারণ! অভিনন্দন, আমি তোমার জন্য খুব খুশি। এটি তোমার প্রাপ্য ছিল।’
ন্যু ক্যাম্প থেকে ২০২৩-এ দেম্বেলে উড়ে যান পিএসজিতে। সেখানে একবছরের জন্য সতীর্থ হিসেবে পান এমবাপ্পেকে। যদিও আগে থেকেই ফ্রান্স জাতীয় দলের আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন এ দু’জনই। গত বছরের গ্রীষ্মে পার্ক দে প্রিন্সেস থেকে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপ্পে। সবার আগে কাছের বন্ধুকে অভিনন্দন জানান এ অল হোয়াইট তারকাই। দেম্বেলের হাতে ব্যালন ডি’অর তুলে দেয়ার কয়েক মিনিটের মাথায় ইনস্টাগ্রাম স্টোরিতে পিএসজির আপলোড একটি ছবি শেয়ার করে এমবাপ্পে লেখেন, ‘উসমান দেম্বেলে! খুবই রোমাঞ্চকর মুহূর্ত, আমার ভাই। এটি ১০০০ বার তোমার প্রাপ্য।’ এবারের ব্যালনের দৌড়ে ছিলেন এমবাপ্পেও। শেষ পর্যন্ত ফরাসি ফরোয়ার্ডের জায়গা হয়েছে সাত নম্বরে।
পুরস্কার মঞ্চে ব্যালন ডিঅর হাতে নিয়ে সাবেক ক্লাব বার্সা ও পুরনো সতীর্থ মেসিকে স্মরণও করেন দেম্বেলে। তিনি বলেন, ‘আমি সেখানে (বার্সা) অনেক কিছু শিখেছি, যেখানে মেসি এবং ইনিয়েস্তার মতো তারকাদের সঙ্গে খেলেছি। এটি শেখার দারুণ অভিজ্ঞতা। আমি খুবই খুশি, যখন এই পুরস্কার জেতা কিংবদন্তি ফুটবলারদের তালিকাটা দেখি।’
আরও পড়ুন