প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে নিজের শেষ ম্যাচের প্রস্তুতি পর্বে একটু সময় বের করে নিলেন লিওনেল মেসি। বুয়েন্স এইরেসের একটি থিয়েটারে স্বপরিবারে বসে দেখলেন বন্ধু নিকো ভাসকেস অভিনিত নাটক রকি।
লোলা মেমব্রিভেস থিয়েটারে মহানায়কের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই বিস্ময়ে ভেসেছেন দর্শকরা। দাঁড়িয়ে জানিয়েছেন অভিবাদন। নাটক শেষে ভাসকেসের আমন্ত্রণে মঞ্চে গিয়ে আর্জেন্টিনা অধিনায়ক জানিয়েছেন প্রতিক্রিয়া।
“সত্যিই চমৎকার। তারা সবাই অসাধারণ। আমার জন্য এটা বিশেষ একটি মুহূর্ত। আমার পরিবারের সব সদস্য খুব একটা বুয়েন্স এইরেসে থাকে না, কারণ তারা সবসময় রোসারিওতে থাকে।”
“দারুণ এক রাত। আর আপনাদের পাশে থাকতে পারাই আমার কাছে সবকিছু, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালো করেছেন। এখানে উপস্থিত থাকা এবং আপনাদের সঙ্গে এই সন্ধ্যা উপভোগ করতে পারা আনন্দের। সবাইকে ধন্যবাদ।”
বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগেই মেসি নিশ্চিত করেছেন, বাছাইপর্বে দেশের মাটিতে এটাই তার শেষ। এই উপলক্ষ্য রাঙিয়ে রাখতে পরিবারের সদস্যদের গ্যালারিতে চান মেসি। তিনি প্রতিশ্রুতি দিলেন, মনুমেন্তাল স্টেডিয়ামে খুব আবেগপ্রবণ এক দিন হবে সেটি।
“আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আসব। সৌভাগ্যবশত আমি আসতে পেরেছি। আমার পরিবার আমার সঙ্গে থাকবে।”
মেসির বিয়েতে অতিথিদের একজন ছিলেন ভাসকেস। এই প্রথম অবশ্য তার অভিনয় দেখতে থিয়েটারে যাননি আর্জেন্টিনা অধিনায়ক। ২০১৬ সালে অ্যাপোলো থিয়েটারে গিয়েছিলেন এল ওত্রো লাদো দে লা কামা দেখতে। মঞ্চে অভিনয়ও করেছিলেন মেসি।
আরও পড়ুন