প্রকাশ: ২ জুলাই, ২০২৫

দুই মৌসুমে দু’টি ভিন্ন ক্লাবে ধারে খেলে অবশেষে মূল ক্লাব চেলসি ছাড়লেন কেপা আরিজাবালাগা। ব্লুদের ছেড়ে আরেক ইংলিশ জায়ান্ট ক্লাব আর্সেনালে পাড়ি জমিয়েছেন এই স্প্যানিশ গোলকিপার। মঙ্গলবার এক বিবৃতিতে কেপাকে দলে নেয়ার কথা কথা জানায় গানাররা।
তিন বছরের জন্য এই ৩০ বছর বয়সী গোলকিপারের ঠিকানা এখন আর্সেনাল। ইংলিশ জায়ান্টদের অফিশিয়াল ওয়েবসাইটে চুক্তির মেয়াদ কিংবা ট্রান্সফার ফি নিয়ে কিছু জানানো হয়নি। তবে বৃটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ৩ বছরের জন্য কেপাকে দলে ভেরাতে আর্সেনালের খরচ হয়েছে ৫ মিলিয়ন পাউন্ড। নতুন চুক্তির পর তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি সত্যিই খুশি ও রোমাঞ্চিত, ভবিষ্যতের জন্য অপেক্ষা করছি। এই ক্লাব আমাকে যে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছে, যখন আমি মিকেল (আর্টেটা) এবং ইনাকির (কানা) সঙ্গে কথা বলি, তারা আমাকে তাদের জয়ের কতটা আকাঙ্ক্ষা দেখায়.. আমি মনে করি আমরা জয়ের খুব নিকটেই এবং আশা করি, সব মিলিয়ে আমরা অর্জন করতে পারব।’
এর আগে ২০১৮তে ছোটবেলার ক্লাব অ্যাথলেটিক বিলবাও থেকে ৭১ মিলিয়ন পাউন্ডে চেলসিতে পাড়ি জমান কেপা। বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার হিসেবে সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ রয়েছে। ব্লুদের হয়ে পাঁচ মৌসুমে সাকুল্যে ১৬২ ম্যাচ খেলেছেন কেপা, জিতেছেন ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ ও ক্লাব বিশ্বকাপ। সবশেষ মৌসুমে তিনি ধারে খেলেন বোর্নমাউথের হয়ে। এর আগের মৌসুমে ধারে রিয়াল মাদ্রিদে খেলে তিনি জিতেছেন স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়নস লীগ।
আরও পড়ুন