প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনা। ইনস্টাগ্রামে ঝলমলে আংটি পরা হাতের ছবি শেয়ার করে সে খবর জানিয়েছেন তিনি।
এরপর থেকেই রোনালদো-ভক্তদের মধ্যে কৌতূহল, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিআর৭।
বিয়ের তারিখ নির্দিষ্টভাবে এখনো জানাননি রোনালদো। তবে স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, আমি জর্জিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে কথা বলেছি। ওরা এখনো তারিখ নিয়ে ভাবছেন। মনে হচ্ছে, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আমাকে বলা হয়েছে, খুব সম্ভবত বিয়ে হবে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর। তখন বিশ্বকাপ শেষ হবে। সেই বিশ্বকাপে খেলতে চান রোনালদো। তার বয়স তখন হবে ৪১।’
বিয়ের ভেন্যু নিয়েও ইঙ্গিত দিয়েছেন গুজমান, ‘যতটুকু ধারণা পেয়েছি, অনুষ্ঠানটা হতে পারে রোনালদোর নিজের দেশ পর্তুগালেই।’
এদিকে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে গিয়ে শুধু আংটি-ই নয়, কোটি কোটি টাকার উপহার দিয়েছেন রোনালদো। গুজমানের ভাষায়, ‘রোনালদো শুধু আংটি দেননি। দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি দামি ঘড়ি (যার মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক (দাম ৩০ হাজার ইউরোর বেশি)।’
আরও পড়ুন