Advertisement

এবার অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

মানবজমিন

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজন করে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সাড়া ফেলা দেয়া কাতার এবার নামছে অলিম্পিক গেমস আয়োজনের লড়াইয়ে। ২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজন করতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। মঙ্গলবার কাতারের সংশ্লিষ্ট কতৃপক্ষ জানিয়েছে, বিশাল এই ক্রীড়া আসর আয়োজনের বিডে ইতিমধ্যে অংশ নিয়েছে তারা।
শেষ পর্যন্ত সফল হলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রথম দেশ হিসেবে অলিম্পিক গেমসের স্বাগতিক হবার কৃতিত্ব অর্জন করবে কাতার। এ প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি জানিয়েছেন, কাতার অলিম্পিক কমিটি (কিউওসি) ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে ২০২৬ গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০২৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য কাতার অলিম্পিক কমিটি আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে। কাতারের ক্রীড়াঙ্গনে এর মাধ্যমে আরও একটি মাইলফলক চুক্ত হলো। আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপ সফলভাবে আয়োজনের রেকর্ড, বিডে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে।’ এ প্রসঙ্গে কিউওসির সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল-থানি বলেন, ‘ক্রীড়াকে আমাদের জাতীয় কৌশলের একটি কেন্দ্রীয় স্তম্ভ করে তুলেছে দোহা। অলিম্পিক আয়োজনের জন্য বর্তমানে আমাদের কাছে প্রয়োজনীয় অবকাঠামোর ৯৫ শতাংশ রয়েছে এবং সমস্ত সুযোগ সুবিধার শতভাগ প্রস্তুতি নিশ্চিত করার জন্য আমাদের একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা রয়েছে।’
প্রতি মৌসুমে ভিন্ন মহাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে অলিম্পিক গেমসের ইভেন্ট। এরইমধ্যে ইউরোপ, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে যথাক্রমে ২০২৪, ২০২৮ ও ২০৩২ অলিম্পিকে স্বাগতিক হিসেবে স্বত্ত পেয়েছে। যার কারণে ২০৩৬ অলিম্পিক আসর এশিয়া কিংবা আফ্রিকার কোনো দেশেই হবার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন

Lading . . .