Advertisement

৬ হাজার দর্শককে ৬ গোল উপহার বার্সার

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আন্তর্জাতিক বিরতির পর শুরুটা দুর্দান্ত করল বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় রোববার ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় কাতালানরা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে বিরতির পর পাঁচ গোল করে বার্সা। বদলি হিসেবে নেমে জোড়া গোল করেন রাফিনহা ও রবার্ট লেভানদোভস্কি। লা লিগার ইতিহাসে এবারই প্রথম একই দলের দুই বদলি খেলোয়াড় জোড়া গোল করলেন।

অনেকদিন ধরে সংস্করণের পর খোলার অনুমতি না মেলায় আটকে রয়েছে বার্সার মূল মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যু। তাই এদিন ঘরের মাঠ হিসেবে কেবল ৬ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইয়োহা ক্রুইফ স্টেডিয়ামে নামে জায়ান্টরা। তবে তাতে খেলায় কোনো প্রভাব দেখা যায়নি। নতুন আসরে প্রথম তিন ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলার পর, এদিনই প্রথম ঘরের মাঠে খেলল বার্সা। চোট সমস্যার কারণে খেলতে পারেননি বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামাল। চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে।

পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের পায়ে রাখা স্বাগতিক বার্সা ২৪টি শটের মধ্যে ১০টিই রাখে লক্ষ্যে। আর ভ্যালেন্সিয়ার ২টির মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ১টি শট। ম্যাচের ২৯তম মিনিটের গোলে প্রথমবার এগিয়ে যায় বার্সা। ফেরান তোরেসের সহায়তায় গোলটি করেন ফেরমিন লোপেজ। বিরতির আগ পর্যন্ত বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন লোপেজ ও মার্কাস রাশফোর্ড। বিরতির পর বদলি হিসেবে মাঠে আসেন রাফিনহা। এরপর আক্রমণে আরও ক্ষুরধার হয়ে ওঠে কাতালানরা।

রাশফোর্ডের ক্রস থেকে ৫৩তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। মিনিট তিনেকের মধ্যেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লোপেজ। ৬৬তম মিনিটে আরেক গোল করেন রাফিনহাও। এরপর রাশফোর্ড আর ফেরান তোরেসকে উঠিয়ে নিয়ে দানি ওলমো এবং লেভানদোভস্কিকে মাঠে নামান হান্সি ফ্লিক। বার্সার হয়ে ১৫০তম ম্যাচ খেলতে নামা লেভানদোভস্কি স্কোরশিটে নাম তোলেন দ্রুতই। ৭৬ থেকে ৮৬তম মিনিটের মধ্যে জোড়া গোল করেন এ পোলিশ স্ট্রাইকার। হ্যাটট্রিক পেতে পারতেন রাফিনহা। তবে একাধিকবার সে সুযোগ হারান সেলেসাও তারকা।

আরও পড়ুন

Lading . . .