Advertisement

ফুটসালের প্রথম কোচ ইরানের সাঈদ

মানবজমিন

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

এশিয়ান ফুটসালে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ইরান। বর্তমান চ্যাম্পিয়নও তারা। আসন্ন এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ সেই ইরানের গ্রুপেই পড়েছে। বাফুফে বাংলাদেশ ফুটসাল দলের জন্য বর্তমান চ্যাম্পিয়ন ইরান থেকেই কোচ আনছে। ৫৯ বছর বয়সী সাঈদ খোদারাহমি বাংলাদেশের ফুটসালে প্রথম কোচ হয়ে আসছেন। আগামী সপ্তাহের মধ্যে তিনি ঢাকায় আসবেন। সেপ্টেম্বরে এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্যন্ত মূলত ইরানি এই কোচকে চূড়ান্ত করেছে বাফুফে। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সাঈদ ২০১০ সাল থেকে অদ্যাবধি এএফসি’র ফুটসাল ইন্সট্রাক্টর। মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন ২০১২-১৬ পর্যন্ত। এএফসি ও এশিয়ার বিভিন্ন জায়গায় ফুটসাল নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ফুটসালের ওপর বইও লিখেছেন সাঈদ। এই সাইদকে দিয়েই বাছাই পর্বের ধাপটা পেরুনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাংলাদেশ কখনো ফুটসালের পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। তাই এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ের জন্য ২ দিনব্যাপী উন্মুক্ত ট্রায়াল আয়োজন করেছিল। সেই ট্রায়াল থেকে ৫৩ জন ফুটবলার প্রাথমিকভাবে বাছাই করেন নির্ধারিত কোচরা। ইরানি কোচ এলে সেই ফুটবলারদের নিয়ে আরেক দফা ট্রায়াল হবে। সেখান থেকে বাছাই হওয়ার পর আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন ১৪ জন। ফুটসালে জাতীয় দলের হেড কোচ হতে লেভেল-৩ সনদ প্রয়োজন। বাংলাদেশের কারো এটা নেই। তাই বাফুফে বিদেশি কোচ আনতে বাধ্য হয়েছে। বাফুফের টেকনিক্যাল বিভাগ প্রায় প্রতি মাসেই কোচিং কোর্স করায়। ফুটসাল নিয়ে সামনে কোর্স করানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। পাশাপাশি এএফসি এশিয়ান কাপ ফুটসাল চ্যাম্পিয়নশিপ নিয়েও আশাবাদী বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। এএফসি এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে ‘জি’ গ্রুপে বাংলাদেশ, ইরান ছাড়াও মালয়েশিয়া ও আরব আমিরাত। আগামী ২০-২৪শে সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ‘জি’ গ্রুপের বাছাই পর্ব। এই আসরকে সামনে রেখে প্রথমবারের মতো হচ্ছে ফুটসাল জাতীয় দল। অভিষেকেই খেলতে হবে ইরানের মতো প্রবল প্রতিপক্ষের বিপক্ষে। এছাড়া স্বাগতিক মালয়েশিয়া আছে ৭৬তম স্থানে। সংযুক্ত আরব আমিরাত ৯৭তম। এই র‌্যাঙ্কিংয়ে এখনও নাম তোলা হয়নি বাংলাদেশের। তারপরও বাছাই উতরে আগামী বছর ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছেন ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর। তিনি বলেন, ‘স্বপ্ন দেখতে দোষ কী বলেন। আমরা মাত্রই আনুষ্ঠানিক পথচলা শুরু করেছি। তবে কর্পোরেট ও অ্যামেচার পর্যায়ে সারা দেশেই খেলাটা হয় নিয়মিত। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, আমাদের বেশ কিছু প্রতিভাবান ফুটবলার আছে। যাদের ভালোভাবে পরিচর্যা করা গেলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল পাওয়া সম্ভব।’ ইমরান নিজেও এক সময় নিয়মিত কর্পোরেট ফুটসাল খেলেছেন। দেশে বিদেশে তার মালিকানাধীন দল নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয়। তারপরেও তিনি চেয়েছেন উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমেই গড়ে উঠুক প্রথম ফুটসাল জাতীয় দল।
নিয়ে ইমরানুর বলেন, ‘আমাদের রাডারে বেশ কিছু ফুটসাল খেলোয়াড় আছে। তারপরও আমরা চেয়েছি উন্মুক্ত ট্রায়ালের মধ্য দিয়ে প্রতিভা বেঁছে নিতে। আমার জানা মতে নিয়মিত যারা খেলে তারাও এই ট্রায়ালে অংশ নিয়েছে। এর বাইরে জাতীয় দলে খেলা কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানকে আমরা উড়িয়ে আনতে চাই। যদিও দলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ। এখানে আমাদের কোন সিদ্ধান্ত চলবে না।’

আরও পড়ুন

Lading . . .