Advertisement
  • হোম
  • খেলা
  • নারী ফুটবলারদের ক্যাম্প চট্টগ্রামে!

নারী ফুটবলারদের ক্যাম্প চট্টগ্রামে!

মানবজমিন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপ ফুটবল আসর। এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের লড়াই। এই আসর দুটিতে অংশ নেবে বাংলাদেশের দুই দল। যার প্রস্তুতি শুরু হয়েছে এরইমধ্যে। রোববার ইংলিশ কোচ পিটার বাটলার বাফুফে ভবন সংলগ্ন নতুন করে বসানো টার্ফেই প্রথম দিন অনুশীলন করান। অনুশীলনের জন্য মাঠ সংকট নিয়েই শুরু হলো মর্যাদাকর দুটি আসরের প্রস্তুতি ক্যাম্প।

প্রথম দিনের অনুশীলন শেষে কোচ পিটার বাটলার বলেন, ‘অনুশীলনের জন্য আমাদের কোনো মাঠ নেই। তাই বাফুফে’র এই মাঠই ভরসা।’ তবে নারীদের এশিয়ান কাপের ক্যাম্প বাফুফে ভবনে হবে না সেটা আগেই ঘোষণা করেছিল বাফুফে। বাফুফের পরিকল্পনা ছিল কোনো হোটেলে বা রিসোর্টে আফঈদাদের ক্যাম্প করার। ঢাকার বাইরে ক্যাম্প করার জন্য বাফুফে দুটি জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করেছিল। একটি যশোরে, অন্যটি চট্টগ্রামে। তবে শেষ পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডকেই অনুশীলনের ক্যাম্প করার জন্য নির্ধারণ করতে যাচ্ছে বাফুফে। নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ উত্তর কোরিয়া, উজবেকিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন চীন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে যুতসই প্রস্তুতির তাগিদ দিয়েছেন পিটার বাটলার। দেশে নিরবচ্ছিন্ন ক্যাম্পের পর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে তার। তার চাহিদা মতোই পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। প্রস্তাবিত দুই ভেন্যুই দেখতে যাওয়ার কথা এই বৃটিশ কোচের। এনিয়ে বাটলার বলেন, ‘এই মূহূর্তে আমি একা যাচ্ছি না। কারণ, আমি মনে করি না যে, যশোরের যে জায়গায় ক্যাম্প করার চিন্তাভাবনা ছিল সেটা মেয়েদের জন্য প্রস্তুত। তবে চট্টগ্রাম যাচ্ছি। সম্ভবত মঙ্গলবারই যাচ্ছি। সেখানে ক্যাম্প করার সম্ভাবনা আছে’। রোববারের মতো গতকালও বাফুফের টার্ফে মেয়েদের অনুশীলন করিয়েছেন বাটলার।

যে ক্যাম্প শুরু হয়েছে সেখানে তিনটি গ্রুপের খেলোয়াড়রা আছেন। জাতীয় দল, অনূর্ধ্ব-২০ দল ও অনূর্ধ্ব-১৭ দল। এর মধ্যে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলকে এক গ্রুপে ও অনূর্ধ্ব-১৭ দলকে আরেক গ্রুপে ভাগ করে অনুশীলন পরিচালনা করেন বাটলার। ক্যাম্পে ডাকা হয়েছে ৪৩ জনকে। সিনিয়র দলের ৯ জন ভুটানে আছেন, সেই দেশের লীগ খেলতে। তারা হলেন- ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, নিলুফার নিলা ও রুপনা চাকমা। বাকি ৩৪ জনকে নিয়েই ক্যাম্প শুরু করেছেন কোচ। জুলাইয়ে মিয়ানমার থেকে আসার পর জাতীয় দলের ক্যাম্প হয়নি। তবে অনূর্ধ্ব-২০ দল সাফ ও এশিয়ান কাপের বাছাইয়ে অংশ নেওয়ার জন্য বেশি সময় ক্যাম্পে ছিলেন। অধিনায়ক আফঈদা খন্দকারসহ ৮ জন দুই দলেরই সদস্য। তাই ফুটবলাররা খেলার মধ্যেই ছিলেন। ভুটানে অবস্থিত ৯ জন সেখানে ভালো পারফরম্যান্সও করছেন।
আফঈদা খন্দকার, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি’র হয়ে লাওস গিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে এসেছেন মাঝে। কোচ পিটার বাটলার অনূর্ধ্ব-২০ দল নিয়ে লাওস মিশন সফলতার সাথে শেষ করে ছুটি নিয়ে দেশে গিয়েছিলেন। ১৮ সেপ্টেম্বর ফিরে এসেছেন তিনি। দলের বাইরে থাকা তিন সিনিয়র ফুটবলার সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও মাসুরা পারভীনকে ক্যাম্পে ডাকতে পারেন বাটলার। এদের নিয়েই চট্টগ্রামে শুরু হবে পুরোদমে এশিয়ান কাপের প্রস্তুতি। চট্টগ্রামে মাস খানেকের প্রস্তুতি শেষে জাপান যাওয়ার কথা বাংলাদেশ দলের। জাপানে তিন সপ্তাহের ক্যাম্পের পর প্রস্তুতি ম্যাচ খেলবে আফঈদারা।

আরও পড়ুন

Lading . . .