Advertisement
  • হোম
  • খেলা
  • নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ, নিয়েছেন ছুটি

নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না মিরাজ, নিয়েছেন ছুটি

নয়াদিগন্ত

প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫

মেহেদী হাসান মিরাজ |ইন্টারনেট
মেহেদী হাসান মিরাজ |ইন্টারনেট

এশিয়া কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে নেদারল্যান্ডসের সাথে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তবে এ সিরিজে থাকছেন না মেহেদী মিরাজ।

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ক্রিকেটাররা সিলেটে চলে যাবেন আজ (মঙ্গলবার) সন্ধ্যায়। তবে দলের সাথে সিলেটে যাচ্ছেন না অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক। সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের আগেই ছুটি শেষ করে দলে যোগ দেবেন তিনি।

নির্বাচকেরা অবশ্য এখনো নেদারল্যান্ডস সিরিজের দলই ঘোষণা করেননি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য ২৫ সদস্যের যে প্রাথমিক দল দেয়া হয়েছে, সেখান থেকেই করা হবে এই সিরিজের দল।

নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা না করলেও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে হবে শিগগিরই। এসিসির নিয়ম অনুযায়ী, ২২ আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে সব দলকেই।

নেদারল্যান্ডস সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচই মাঠে গড়াবে ৩০ আগস্ট।

আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে পরশু থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল।

আরও পড়ুন

Lading . . .