প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে শুরু হওয়া বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প শেষ হয়েছে। কয়েক দিনের বিরতির পর শুক্রবার থেকে ফের মাঠে নামেন টাইগার ক্রিকেটাররা। ঢাকায় গত কয়েক দিন ধরে স্কিল অনুশীলনে ব্যস্ত ছিলেন টাইগার শিবিরের সদস্যরা।
তবে আজ সোমবারের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। এই সুযোগে দেশের মাটিতে ফেরার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন।
বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ড সভাপতি। পাশাপাশি প্রয়োজনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। বৈঠকে উপস্থিত থাকবেন বিসিবি পরিচালকরাও। বৈঠক শেষে ক্রিকেটাররা সন্ধ্যার ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেবেন।
আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের প্রস্তুতি। তার আগে লিটন কুমার দাসদের মূল অনুশীলন শুরু হয়েছে। শুক্রবার প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দল আশা করছে এই বৈঠক ও প্র্যাকটিস শিবির তাদের প্রস্তুতি আরও দৃঢ় করবে এবং আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার সুযোগ তৈরি করবে।