প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করতে হলে বাংলাদেশকে করতে হবে ১৪৪ রান। প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে হংকং ক্রিকেট দল। অথচ এই হংকং আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৪ রানের বেশি করতে পারেনি।
বৃহস্পতিবার আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে হংকং। ৩০ রানে ২ উইকেট হারালেও নিজাকাত খান, জিসান আলি ও ইয়াসিম মুর্তজার দায়িত্বশীল ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে হংকং।
আগে ব্যাট করতে নেমে ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং। দলকে ব্রেক থ্রু উপহার দেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। তিনি নো বল দিয়ে ওভার শুরু কলেও দলকে ব্রেক থ্রু উপহার দেন। রিভিউ নিয়ে অংশুমান রাঠকে ফেরায় বাংলাদেশ।
তাসকিনের বলটি অংশুমান রাঠের ব্যাট ছুঁয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে জমা হয়। তবে ব্যাট–বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেয় বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারাল হংকং। উইকেট পেলেও ওভারে ১১ রান খরচ করেছেন তাসকিন।
বাংলাদেশকে দ্বিতীয় উইকেট উপহার দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতের স্টাম্প উপড়ে ফেললেন তিনি। বাবর হায়াতের বিদায়ে ৪.৪ ওভারে দলীয় ৩০ রানে দুই উইকেট হারায় হংকং।
হংকং শিবিরে ফের আঘাত হানেন তানজিম হাসান সাকিব। তার বলে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন জিশান আলী। বলে টাইমিংয়ে গড়মিল হওয়ায় উঠে যায় ক্যাচ। মিডউইকেট থেকে অনেকেটা পেছনে দৌড়ে দারুণ এক ক্যাচ নেন মোস্তাফিজুর রহমান। ৩৪ বলে ৩০ রান করা জিশানের বিদায়ে ভাঙে ৪১ রানের তৃতীয় উইকেট জুটি।
৭১ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি বেঁধেছিলেন নিজাকাত খান ও ইয়াসিম মুর্তজা। ৩৪ বলে ৪৬ রান যোগ করার পর রানআউট হন মুর্তজা। ১৯ বলে ২৮ রান করেন হংকংয়ের এই অধিনায়ক। তার বিদায়ে ১১৭ রানে চতুর্থ উইকেট হারায় হংকং।
১৯তম ওভারের দ্বিতীয় বলে রিশাদ হোসেনকে ছক্কা মারেন নিজাকাত খান। ওভারের পঞ্চম বলে প্রতিশোধ নিয়ে নেন রিশাদ। ৪০ বলে ৪২ রান করা নিজাকাত ফিরেছেন তানজিমকে ক্যাচ দিয়ে। হংকংয়ের সর্বোচ্চ স্কোরারকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে এলবিডব্লু করেন রিশাদ।
ইনিংসের একিবারে শেষ ওভারে আজিজ খানকে ফেরান তাসকিন আহমেদ। ১৩৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আজিজ খান। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। এছাড়া ৩০ ও ২৮ রান করে করেন জিসান আলী ও ইয়াসিম খান।
বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২২,৩১ ও ৩৮ রানে ২টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।